৯০ দশকের বলিউডের সেরা সুন্দরীদের মধ্যে অন্যতম ছিলেন দিব্যা ভারতী। তার রূপ থেকে অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ ছিল গোটা দেশ। মাত্র ১৬ বছর বয়সে বলিউডে পা রাখতেই শ্রীদেবী, জয়াপ্রদার মত সুপারস্টারদের রীতিমত টক্কর দিতে শুরু করেছিলেন তিনি। তার রূপের নেশায় বুঁদ ছিল গোটা বলিউড। বলিউডের তাবড় তাবড় সুপারস্টাররাও দিব্যার প্রেমে পাগল ছিলেন। এমন একজন সুপারস্টার তো আবার বিবাহিত হওয়া সত্বেও প্রকাশ্যেই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন দিব্যা ভারতীকে।
দিব্যা ভারতীকে বিয়ে করতে চেয়েছিলেন এই বিবাহিত সুপারস্টার
বিবাহিত হয়েও দিব্যা ভারতীকে বিয়ে করতে চেয়েছিলেন গোবিন্দা। একবার একটি সাক্ষাৎকারে তিনি খোলাখুলিই স্বীকার করেছিলেন দিব্যার প্রতি তার দুর্বলতার কথা। গোবিন্দার স্ত্রী সুনিতা আহুজা। মায়ের ইচ্ছেতে গোপনে সুনিতাকে বিয়ে করেন গোবিন্দা। তবে বলিউডের একাধিক নায়িকার সঙ্গে জড়িয়েছিল তার নাম। তার প্রেমিকার তালিকায় ছিলেন নিলাম কোঠারি থেকে রানী মুখার্জির মত নায়িকারা।
খোলাখুলিই দিব্যাকে বিয়ে করতে চান গোবিন্দা
একবার এক সাক্ষাৎকারে গোবিন্দা দ্বিতীয়বার বিয়ের ইচ্ছে প্রকাশ করেন। তিনি বলেন দিব্যাকে তিনি এতটাই ভালোবাসেন যে তাকে রীতিমত চোখে হারান। তিনি যেহেতু বিবাহিত তাই কোনও রকমে নিজেকে সামলে রাখার চেষ্টা করেন। কিন্তু দিব্যার রূপের আগুন থেকে নিজেকে বাঁচিয়ে সামলে চলা খুবই মুশকিল বলেছিলেন গোবিন্দা। তবে শুধু দিব্যা ভারতী নয়, জুহি চাওলার প্রতিও ঠিক ততটাই আকর্ষণ অনুভব করতেন গোবিন্দা। আর এসব কথা নাকি তার স্ত্রী সুনিতাও জানতেন।
গোবিন্দা বলেছিলেন, “আমি ভাগ্যে বিশ্বাসী। যা হওয়ার তা হবেই। আমার জুহিকে খুব ভাল লাগে। দিব্যাকেও দারুণ লাগে। দিব্যা যেমন আকর্ষণীয় তেমনই লাস্যময়ী। ওঁর রূপকে অগ্রাহ্য করা একজন পুরুষের পক্ষে প্রায় অসম্ভব! এই যে এসব কথা বলছি তা শুনলে আমার স্ত্রী সুনীতার খারাপ লাগতে পারে, কিন্তু ওর এটাও বোঝা উচিত আমি কিন্তু দিব্যার রূপের আগুনের আঁচ থেকে নিজেকে এখনও বাঁচিয়ে রেখেছি।”
আরও পড়ুন : প্রসেনজিৎ চ্যাটার্জীর দ্বিতীয় স্ত্রী কে? কেন ভেঙেছিল তার দ্বিতীয় বিয়ে?
আরও পড়ুন : রূপে মাধুরী দীক্ষিতের থেকে কম নন! গুণে ‘ধকধক গার্ল’কেও টেক্কা দেবেন মাধুরীর সুন্দরী বোনেরা
তিনি আরও বলেন, “কাল কে দেখেছে ভাই? এমনও তো হতে পারে অন্য কোনও নারীর সঙ্গে সম্পর্কে জড়ালাম এবং তাঁকেই বিয়ে করে ফেললাম। সুনীতার কিন্তু এসব সম্ভাবনার কথা জেনে প্রস্তুত থাকা উচিত। তবেই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারব আমি। আর তাছাড়া আমার কুষ্ঠিতেও দ্বিতীয় বিয়ের যোগের কথা লেখা রয়েছে।”