একটার পর একটা সংসার ভাঙার খবর আসছে বলিউড থেকে। এবার শোনা যাচ্ছে বিয়ের ৩৭ বছর পর নাকি ডিভোর্স নিতে চলেছেন গোবিন্দা এবং তার স্ত্রী সুনিতা আহুজা। বিগত বেশ কিছুদিন ধরে এই নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। অনেকেই ভেবেছিলেন এটা স্রেফ গুঞ্জন। তবে না, সংসার ভাঙার খবরে সীলমোহর দিয়ে দিলেন গোবিন্দা এবং সুনীতা। ইতিমধ্যেই আলাদা থাকতে শুরু করেছেন দুজনে।
ডিভোর্সের পথে গোবিন্দা এবং সুনীতা
গোবিন্দার স্ত্রী সুনীতা গ্ল্যামার দুনিয়ার মানুষ নন। মায়ের পছন্দেই সুনীতাকে বিয়ে করেছিলেন গোবিন্দা। বিয়ের পরেও একাধিক নায়িকার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে। কখনো নীলাম কোঠারি, কখনো রানী মুখার্জী, একের পর এক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে তার। কিন্তু এরপরেও সুনীতা গোবিন্দার সঙ্গে সংসার করেছেন। এমনকি বিয়ের পর প্রথম প্রথম স্ত্রীকে সকলের থেকে লুকিয়ে রাখতেন গোবিন্দা। বিয়ের খবর লুকিয়ে রাখতেন এই ভেবে জানাজানি হলে তার জনপ্রিয়তা কমে যাবে। তাই সুনীতাকে সর্বসমক্ষে স্ত্রীর মর্যাদা দিতে বেশ দেরিই করেছিলেন তিনি।
কেন ভাঙছে গোবিন্দা এবং সুনীতার সংসার?
এতদিন ইন্ডাস্ট্রিতে সুখী দম্পতি হিসেবেই পরিচিতি ছিল গোবিন্দা এবং সুনীতার। বিয়ের ৩৭ বছর পর তাদের সম্পর্ক ভেঙে যাওয়াতে বেশ অবাকই হয়েছেন অনেকে। এই প্রসঙ্গে সুনিতা একটি সাক্ষাৎকারে আগেই বলেছিলেন তিনি মনে করেন গোবিন্দার সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যেতে পারে। এর কারণ হিসেবে তিনি বলেছিলেন, ‘‘আগে আমাদের দাম্পত্যে সুরক্ষিত বোধ করতাম। কিন্তু এখন আর করি না। এখন ওর ৬০-এর বেশি বয়স। জানি না, কখন কী করবে।’’ সুনীতার কথায় আগে কাজের মধ্যে ব্যস্ত থাকতেন গোবিন্দা তাই প্রেম করার সুযোগ ছিল না তার হাতে। তিনি এও বলেছেন, ‘‘কিন্তু এখন তো বসেই থাকে। তাই ভয় হয়, কিছু করে না বসে!’’
আরও পড়ুন : ফাতিমা অতীত! নতুন প্রেমিকার সঙ্গে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির খান
আরও পড়ুন : বউকে ডিভোর্স দিতে গিয়ে ফতুর! ধনশ্রীকে কত টাকার খোরপোষ দিলেন যুজি চাহাল?
এদিকে বলিউডে গুঞ্জন গোবিন্দা নাকি এই বয়সে হাঁটুর বয়সী এক মারাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। আর এই কারণেই গোবিন্দা এবং সুনীতার এতদিনের সংসার ভাঙছে। সুনীতা এবং গোবিন্দা একসঙ্গে থাকেন না। দুই সন্তানকে নিয়ে একটি ফ্ল্যাটে থাকছেন সুনীতা। আর গোবিন্দা ঠিক তার সামনের বাংলোতে একাই থাকেন এখন।