অপ্রীতিকর অবস্থায় হোটেলে রানী মুখার্জীর সঙ্গে হাতেনাতে ধরা পড়েন গোবিন্দা! কী করেছিলেন স্ত্রী সুনিতা?

বর্তমানে বলিউডের টক অফ দা টাউন হয়ে রয়েছেন গোবিন্দা। বলিউডের এই সুপারস্টারের বিয়ে ভাঙতে বসেছে ৩৭ বছর পর। স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে নাকি এখন আর একসঙ্গে থাকেন না অভিনেতা। সুনীতা তার দুই সন্তানকে নিয়ে থাকেন আলাদা ফ্ল্যাটে। কারণ? গোবিন্দার পরকীয়া। তবে একবার দুবার নয়, বিয়ের পর গোবিন্দার নামের সঙ্গে এমন বহু বলিউড অভিনেত্রীর নাম জড়িয়েছে বারবার। তাদের মধ্যে অন্যতম ছিলেন রানী মুখার্জী।

রানী মুখার্জীর সঙ্গে গোবিন্দার পরকীয়া

রানী মুখার্জি এবং গোবিন্দার পরকীয়ার বিষয়টি বলিউডের ওপেন সিক্রেট। রানী তখন সবেমাত্র ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন। অন্যদিকে গোবিন্দা এতক্ষণ সুপারস্টার এবং সেই সঙ্গে বিবাহিতও ছিলেন তিনি। তবুও রানী কোনও কিছুর তোয়াক্কা না করে গোবিন্দার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে গিয়েছিলেন। ‘হদ করদি আপনে’ সিনেমার শুটিংয়ের সময় দীর্ঘদিন তাদের বিদেশে থাকতে হয়েছিল। সেখান থেকেই তাদের সম্পর্ক গভীর হয়। এরপর নাকি সুযোগ পেলেই দুজনে একসঙ্গে সময় কাটাতে শুরু করেন।

Govinda And Rani Mukerji

হোটেলের ঘরে হাতেনাতে ধরা পড়েন রানী এবং গোবিন্দা

গোবিন্দার প্রেমিকা হিসেবে সুপারস্টারের থেকে বেশ দামি দামি উপহারও পেতেন রানী। কখনও দামি গাড়ি, কখনও ফ্ল্যাট রানীকে উপহার হিসেবে দিতেন গোবিন্দা। প্রথম প্রথম এই বিষয়টা নিয়ে কানাঘুষো চলতে থাকে। এরপর একদিন হঠাৎ এক সাংবাদিক রানীর সাক্ষাৎকার নিতে একটি হোটেলে যান। সে সময় গোবিন্দা উপস্থিত ছিলেন ওই হোটেলের ঘরে। সাংবাদিক তাদের দুজনকে হাতেনাতেই ধরেছিলেন। বিষয়টা আর গোপন রাখা সম্ভব হয়নি এরপর।

আরও পড়ুন : বিয়ের ৩৭ বছর পর ডিভোর্স! কেন ভাঙলো গোবিন্দা এবং সুনীতার সংসার

Govinda And Rani Mukerji

আরও পড়ুন : বোনে-বোনে বনিবনা নেই! কেন রানী মুখার্জিকে সহ্য করতে পারতেন না কাজল?

মারাঠি অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন গোবিন্দা

এই ঘটনার পর গোবিন্দার বাড়িতে রীতিমতো অশান্তি শুরু হয়ে যায়। গোবিন্দার স্ত্রী সুনীতা অভিনেতাকে ডিভোর্সের হুমকি দিতে শুরু করেছিলেন। গোবিন্দাও চাইছিলেন এসব জল্পনা বন্ধ হোক। তাই তিনি রানী মুখার্জীর সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেন। তাই সেবারের মত তাদের সংসারটা বেঁচে গিয়েছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে মেয়ে টিনার থেকেও ছোট এক মারাঠি অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেতা। তাই এবারে আর স্বামীকে সুযোগ দিতে নারাজ সুনীতা।