বলিউড (Bollywood) অভিনেতা শাহরুখ খানের (Shah Rukh Khan) নাম গোটা বিশ্ব চেনে। আর তার স্ত্রী গৌরী খানকেও (Gouri Khan) বেশ চেনেন সকলে। একসময় মডেল ছিলেন গৌরী। আর এখন পেশা বদলে তিনি হয়ে উঠেছেন ইন্টেরিয়র ডিজাইনার। শাহরুখ পত্নী বলিউড তারকাদের বাড়ি-ঘরের অন্দরমহল সাজিয়ে তোলেন। তার ডিজাইনের বেশ সমাদর রয়েছে তারকা মহলে।
তবে শুধু ইন্টেরিয়র ডিজাইনিং নয়, গৌরী খান ইদানিং ঘরের বিভিন্ন ছোটখাটো জিনিস তৈরি করে বাজারে বিক্রি করছেন। তার সেই সমস্ত জিনিসের দাম জানলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। গৌরী খানের ডিজাইন করা একটা নোংরা ফেলার বালতির দাম নিয়ে সোশ্যাল মিডিয়াতে দারুণ চর্চা চলছে। কারণ এই বালতির দামই নাকি ১৫০০০ টাকা!
এই ১৫ হাজারের বালতিতে কী কী নোংরা ফেলা হবে এবং কারা সেই নোংরা ফেলবেন সেই নিয়ে সোশ্যাল মিডিয়াতে শোরগোল পড়ে গিয়েছে। তবে শুধু এত দামি বালতি নয়, গৌরী খানের ডিজাইন করা অন্যান্য সমস্ত সামগ্রীর দাম দেখেও চোখ কপালে উঠছে সকলের। কারণ সাধারণ টেবিল ল্যাম্প থেকে শুরু করে অন্যান্য আসবাবপত্রের দাম যে আকাশছোঁয়া।
গৌরী খান ২০২২ সালে তার তৈরি নানা সামগ্রী অনলাইন প্রদর্শনের জন্য একটি ই-কমার্স সাইট খুলে ফেলেছেন। সেখানে তার বানানো টেবিল ল্যাম্প থেকে শুরু করে নোংরা ফেলার বালতি এবং আরও নানা সামগ্রীর ছবি সমেত দাম রয়েছে। গৌরীর ডিজাইনের একটি হোয়াইট সেল টেবিল ল্যাম্পের দাম দেড় লাখ টাকা। একটি কার্পেটের দাম ১ লাখ।
এদিকে এত দামের বহর জেনে সোশ্যাল মিডিয়াতে গৌরীকে ট্রোল করতে ছাড়ছেন না নেটিজেনরা। কেউ কেউ বলছেন শাহরুখ খানের মত এত বড়লোক না হলে কি আর ১৫০০০ টাকার ময়লা ফেলার বালতি কেনা যায়? কেউ গৌরীর শেল ল্যাম্পের দাম শুনে চোখ কপালে তুলে লিখছেন এই টাকাতে আন্দামান গিয়ে নিজেরাই শেল তুলে এনে ল্যাম্পে লাগানো যায়।
তবে এই ট্রোলিংয়ের অবশ্য কোনও জবাব দেননি গৌরি। ১৫ হাজারের ডাস্টবিন, ২০ হাজার টাকার বিছানার চাদর, এক লাখের কার্পেট আরও অন্যান্য সামগ্রী এত দাম দেখে নেটিজেনরা তো অবাক। আবার ডিজাইনেও আহামরি কিছু খুঁজে পাচ্ছেন না তারা। শুধু সেলিব্রিটি-পত্নী বলেই কি গৌরীর হাতের ছোঁয়ার এত দাম? উঠছে প্রশ্ন।