টলিউড (Tollywood) অভিনেতা উত্তম কুমার (Uttam Kumar) হলেন বাংলার মহানায়ক। তার আগে কিংবা তার পরে তার মত জনপ্রিয়তা আর কোনও তারকার কপালে জোটেনি। তার বাস্তব জীবনটাও কোনও সিনেমার তুলনায় কম ছিল না। টলিউডের একাধিক নায়িকার নাম জড়িয়েছিল তার সঙ্গে। বিবাহিত হওয়া সত্ত্বেও তিনি সম্পর্ক রেখেছিলেন তৎকালীন টলিউড নায়িকা সুপ্রিয়া দেবীর সঙ্গে।
বাবার পথই অনুসরণ করেছিলেন উত্তম কুমারের ছেলে গৌতম (Goutam Chatterjee)। মহানায়কের মত তিনিও দুবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার প্রথম স্ত্রী হলেন সুমনা চট্টোপাধ্যায়। সুমনা এবং গৌতমের বিয়েটা নিজে দাঁড়িয়ে থেকে দিয়ে গিয়েছিলেন উত্তম কুমার। গৌতম এবং সুমনার সন্তান হলেন গৌরব (Gourab Chatterjee)।
পরে অবশ্য ফের বিয়ে করেছিলেন গৌতম। দ্বিতীয় স্ত্রী মহুয়া চট্টোপাধ্যায়কে গান্ধর্বমতে বিয়ে করে ঘরে তুলেছিলেন তিনি। তবে সেই নিয়ে কিন্তু চ্যাটার্জী পরিবারে কখনও কোনও কাদা ছোঁড়াছুঁড়ি হয়নি। বরং সুমনা এবং মহুয়া দুই সতীন দুই বোনের মত সদ্ভাব নিয়ে থেকেছেন। গৌরবের সঙ্গেও তার দুই মায়ের খুবই ভাল সম্পর্ক রয়েছে।
গৌরব-পত্নী দেবলীনা কুমারও বিষয়টিকে একেবারেই স্বাভাবিকভাবে গ্রহণ করেছেন। দুই শাশুড়ি মায়ের সঙ্গেই তার সম্পর্কটা খুব সুন্দর। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে দেবলীনা নিজের একটি ছবি পোস্ট করেন। সেখানে মহুয়া কমেন্ট করেছেন। বৌমার প্রশংসায় পঞ্চমুখ তিনি। এখান থেকেই স্পষ্ট হয় শাশুড়ি এবং বৌমার মধ্যে মিল কতখানি।
উল্লেখ্য, গৌরব বর্তমানে বাংলা সিরিয়ালে অভিনয় করছেন। উত্তম কুমারের নাতি টলিউডে কেবল হাতে গোনা কিছু সিনেমাতে অভিনয় করেছিলেন। তবে তিনি বেশি জনপ্রিয়তা পেয়েছেন বাংলা সিরিয়াল থেকে। জি বাংলার ‘করুনাময়ী রানী রাসমণি’র মথুর বাবু হিসেবে তিনি সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন।
গৌরব বর্তমানে স্টার জলসাতে গাঁটছড়া সিরিয়ালের নায়কের ভূমিকায় অভিনয় করছেন। অন্যদিকে তার স্ত্রী দেবলীনা কুমারও এখন অভিনয় দুনিয়াতে বেশ ভালই কাজ করছেন। তিনি একজন দক্ষ নৃত্যশিল্পী। সেই সঙ্গে বাংলা সিরিয়াল এবং ওয়েব সিরিজেও কাজ করতে দেখা যাচ্ছে তাকে।