ডিভোর্সী ফুটবলারের সঙ্গে প্রেম! কবে বিয়ের পিঁড়িতে বসবেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী গীতশ্রী রায়? কার সঙ্গেই বা প্রেম করছেন তিনি? অবশেষে প্রেমের কথা স্বীকার করেই নিলেন গীতশ্রী। গত তিন বছর ধরে ফুটবলার প্রবীর দাসের সঙ্গে সম্পর্কে রয়েছেন গীতশ্রী। খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতেও বসবেন তারা।
রাশি, জামাই রাজা, দেবীপক্ষ, মন ফাগুন, কমলা ও শ্রীকান্ত থেকে শুভ বিবাহ সিরিয়াল খ্যাত অভিনেত্রী গীতশ্রী রায়ের প্রেমিক হলেন প্রবীর দাস। তিনি কেরালা এফসি ফুটবল দলের হয়ে খেলেন। গীতশ্রীর থেকে প্রবীর ৩ বছরের ছোট। প্রথম প্রথম এই সম্পর্ক লুকিয়ে রাখলেও এখন প্রেমিককে নিয়ে খোলামেলা গীতশ্রী। ২০১৯ সালে প্রবীর নাকি তাকে প্রথম মেসেজ করেন। সেই মেসেজের রিপ্লাই পেতে ২০২১ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল তাকে। তারপরই প্রবীর এবং গীতশ্রীর আলাপ হয়। প্রেমেও পড়েন দুজনে।
তবে প্রথম থেকেই এই সম্পর্ক নিয়ে অনেক কটাক্ষের মুখে পড়তে হয়েছিল গীতশ্রীকে। আসলে প্রবীরের প্রথম বিয়েটা হয়েছিল ২০১৬ সালে। বিয়ের কিছুদিন পরই স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ তোলেন তার স্ত্রী তনুশ্রী। এমনকি প্রবীরের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগও তুলেছিলেন তিনি।
আরও পড়ুন : ডিভোর্স না হতেই দোলনের সঙ্গে সহবাস! দীপঙ্কর দের প্রথম স্ত্রী কে ছিলেন?
আরও পড়ুন : ১৮ বছরে পালিয়ে বিয়ে, এখন একসঙ্গে থাকেন না! জোজোর স্বামী কে?
তবে এখন সেসব অতীত। খুল্লামখুল্লাই প্রেম করছেন গীতশ্রী এবং প্রবীর। প্রবীরকে নিয়ে বরাবরই দরাজ সার্টিফিকেট দেন তিনি। তার নজরে প্রবীর খুবই ভালো মনের মানুষ। তার বিরুদ্ধে যে সব অভিযোগ উঠেছিল সেসব কোনওটাই প্রমাণ হয়নি। এখন কেরালাতে থাকেন প্রবীর আর গীতশ্রী থাকেন কলকাতায়। আগামী বছরই নাকি তারা বিয়ের পিঁড়িতে বসবেন।