মায়ের দ্বিতীয় বিয়ে দিল মেয়ে। না, কোনও বাংলা সিরিয়ালের গল্প নয়। আদতেই এক বাংলা সিরিয়াল অভিনেত্রীর জীবনে এমনটা হয়েছে। দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন গীতা এলএলবি, দুই শালিক খ্যাত অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি নতুন করে সংসার শুরু করলেন বাংলা সিরিয়ালের এই অভিনেত্রী। আর তার বিয়ের নিতকনে হল তারই ১৬ বছরের মেয়ে গরিমা।
মল্লিকার প্রথম বিয়ে ভেঙ্গেছিল কেন?
গরিমার বয়স যখন মাত্র ৯ বছর ছিল, তখনই মল্লিকার প্রথম স্বামী পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপর মল্লিকা ও তার স্বামীর ডিভোর্স হয়ে যায়। মেয়েকে নিয়ে আলাদা হয়ে যান মল্লিকা। এরপর মেয়েই গরিমার সবথেকে বড় বন্ধু হয়ে ওঠে। মাকে সে সবসময় আর একবার বিয়ে করার কথা বলত। অবশেষে দ্বিতীয় সংসার শুরু করলেন মল্লিকা। তার বর্তমান স্বামী রুদ্রজিৎ পেশায় একজন চিকিৎসক। তাদের আলাপ হয়েছিল করোনার সময়।
করোনার সময়ে মল্লিকা এবং তার মেয়ের চিকিৎসক ছিলেন রুদ্র। রুদ্র আবার পরিচালক হিসেবেও কাজ করেন ইন্ডাস্ট্রিতে। গরিমার সঙ্গে তার সম্পর্ক দারুণ। তাদের দেখলে মনে হয় যেন সত্যিই তারা বাবা-মেয়ে। যদিও বেশি বয়সে বিয়ে করা নিয়ে প্রথম প্রথম তার মনের মধ্যে একটু অস্বস্তি ছিল। কিন্তু জেদ ধরেছিল মেয়ে। গরিমার ইচ্ছে ছিল মায়ের বিয়ে দেখবে। তাই মল্লিকাও আর আপত্তি করেননি।
আরও পড়ুন : নিজের বোনকে বিয়ে, এখন ডিভোর্সের জল্পনা তুঙ্গে! বীরেন্দ্র সেহওয়াগের স্ত্রী কত সুন্দরী দেখুন
আরও পড়ুন : কেন বাংলা সিরিয়ালে এখন আর অভিনয় করেন না সুবর্ণলতা? বিস্ফোরক অনন্যা চ্যাটার্জী
বিয়ের পিঁড়িতে বসলেন মল্লিকা বন্দ্যোপাধ্যায়
২৪ শে জানুয়ারি কলকাতার একটি অনুষ্ঠান হলে ধুমধাম করে সাত পাকে বাঁধা পড়লেন রুদ্র এবং মল্লিকা। টুকটুকে লাল রঙের বেনারসিতে আরও একবার কনের সাজে সাজলেন মল্লিকা। তাদের এই বিয়েতে উপস্থিত ছিলেন বাংলা সিরিয়ালের পরিচিত মুখরা। রুদ্র এবং মল্লিকার বিয়েতে হাজির ছিলেন অদিতি চট্টোপাধ্যায়, মধুপ্রিয়া চৌধুরী, চাঁদনী সাহা এবং আরও অনেকে। এর আগে ডিসেম্বর মাসে পার্ক স্ট্রিটের একটি রেস্তোরাঁতে তাদের বাগদান হয়েছিল।