শিবলিঙ্গ নিয়ে বিতর্কিত মন্তব্য! “বয়কট গীতা এলএলবি”র ডাক দিলেন নেটিজেনরা

বর্তমানে গোটা দেশ জুড়ে শিবরাত্রি পালন হচ্ছে। শিবরাত্রির অনুষ্ঠান পালন হচ্ছে বাংলা সিরিয়ালগুলোতেও। পিছিয়ে নেই স্টার জলসার গীতা এলএলবিও। প্রত্যেক সিরিয়ালের মত গীতা এলএলবিতেও শিবরাত্রি স্পেশাল ধামাকা এপিসোড আসছে। গীতা ওরফে হিয়া মুখার্জিও সেরে ফেলেছেন সেই শুটিং। তবে সম্প্রতি শিব লিঙ্গ নিয়ে বিতর্কিত মন্তব্যের তরুণ সোশ্যাল মিডিয়াতে চরম সমালোচিত হতে হচ্ছে তাকে। ঠিক কী বলেছেন গীতা?

শিবলিঙ্গ সম্পর্কে বিতর্কিত মন্তব্য হিয়া মুখার্জীর

সম্প্রতি আনন্দবাজারকে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে হিয়া বলেছেন তিনি ঈশ্বরে বিশ্বাস করেন। কিন্তু তার জন্য কোন আড়ম্বর বা উদযাপন তার নেই। তিনি কোনদিনও উপোস করেননি। শিবের মাথায় জলও ঢালেননি। তবে শুটিংয়ের প্রয়োজনে সবই করতে হয়েছে তাকে। গীতা এলএলবির শিবরাত্রি স্পেশাল এপিসোডের জন্য তাকে সেদিন গোটা দিন নিরামিষ খেয়ে থাকতে হয়েছে। সেই সঙ্গে পাঁচ বার শিবের মাথায় জলও ঢালতে হয়েছে।

Geeta llb

সেই সঙ্গে তিনি কেউ বলেন ছোটবেলা থেকে তিনি জানতেনই না যে শিবলিঙ্গ আসলে কী। তিনি মনে করতেন ওটাই আসলে ভগবানের অবয়ব। তার এই ভুল ভেঙেছিল অনেকদিন পর। তবে তিনি বলেন বর্তমান সময়কালে শিবের মতো পুরুষদের জীবন যুদ্ধ টিকে থাকা বড়ই কঠিন। কিন্তু কোন পুরুষের মধ্যে মহাদেবের চারিত্রিক গুণাবলীর এক শতাংশ থাকলেও সেটা আদতে ভালই হবে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে হিয়ার কথা নিয়ে ট্রোলের বন্যা বইতে শুরু করেছে।

আরও পড়ুন : শত্রু সিনেমার মাস্টার তাপু এখন কোথায়? দেখলে চোখ ফেটে জল আসবে

আরও পড়ুন : ‘নোংরা চরিত্র’ ফাঁস করে দেবেন! ‘কথা’ সুস্মিতাকে হুমকি দিলেন প্রেমিক

কে কী বলছেন?

হিয়ার মন্তব্য শুনে কেউ বলছেন, “আশা করি আপনিও হিন্দু বিরোধী কথা বলার জন্য উপযুক্ত উপহার ফেরত পাবেন।” কেউ লিখছেন, “কুশিক্ষায় জীবনের উত্থান হলে এই উক্তি স্বাভাবিক। এই ধরনের মন্তব্যের পেছনে আসল এজেন্ডা কী?” কেউ বিরক্ত হয়ে বলছেন, “এই হিয়া দাসীকে সবার বয়কট করা উচিত।” গীতা এলএলবি শুটিংয়ের শিবলিঙ্গকে পুজো করার ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন অভিনেত্রী। এখানে কেউ কমেন্ট করছেন, “পূজা যদি করতেই হয় তো বিশ্বাস নিয়ে শুদ্ধ মনে করা উচিত। নইলে দরকার নেই।” কেউ বলছেন, “কে এই ২ টাকার নায়িকা? খোঁজ লাগাও।”