Gautam Gambhir`s Wife : ২০১১ সালে ভারতের হয়ে বিশ্বকাপের বাঁ হাতি ব্যাটসম্যানকে ভুলতে পারবেন না কেউ। যিনি ২২ গজে দাঁড়িয়ে কার্যত একের পর এক চার ছয় মেরে জিতিয়েছিলেন দেশকে।তবে ৪১ বছরের গৌতম গম্ভীর (Gautam Gambhir) এখন এখন পাকাপাকি রাজনীতিবিদ, সমাজসেবক ও ধারাভাষ্যকার হিসাবে কাজ করতেই বেশি সাচ্ছন্দ বোধ করেন।আজ তবে গৌতম গম্ভীর নয় বরং আমরা আলোচনা করবো তার স্ত্রী নাতাশা গম্ভীরের (Natasha Gambhir) সম্পর্কে।
গম্ভীরের জন্ম ১৪ অক্টোবর ১৯৮১ দিল্লিতে। গম্ভীর, যিনি এক দশকেরও বেশি সময় ধরে টিম ইন্ডিয়ার হয়ে খেলেছেন। ২০০৩ সালের এপ্রিলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচে ভারতীয় দলের হয়ে তার অভিষেক হয়। ২০০৭ সালে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালে আইসিসি ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলগুলির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলেন।
আর এর মধ্যেই ২০১১ সালে গম্ভীরের সাথে নাতাশার বিবাহ সম্পন্ন হয়। নাতাশা দিল্লির শীর্ষস্থানীয় ব্যবসায়ী পরিবারের অন্তর্গত। দুজনের প্রেমের সম্পর্ক বহু বছরের। তাদের যদিও পারিবারিক সম্পর্ক ছিল আগের থেকেই। দুই পরিবারের একই ব্যবসার সূত্র ধরে আলাপ হয়েছিলো।
১৯৮৪ সালের ২৬সে জুলাই পাঞ্জাবে জন্মগ্রহণ করেন নাতাশা।নাতাশা মডার্ন স্কুল, দিল্লি থেকে তার স্কুলিং শেষ করেন এবং পরে লন্ডনের ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে ডিগ্রি অর্জন করেন। গম্ভীরকে বিয়ের আগে তিনি দিল্লিতে আমেরিকান এক্সপ্রেস ব্যাঙ্কে কাজ শুরু করেন।
তবে সম্প্রতি এই বাঁ-হাতি ব্যাটসম্যানের পরিবারের একাধিক সুন্দর ছবি সামনে এসেছে, যেখানে গৌতম গম্ভীরের সুন্দরী স্ত্রীকে দেখে হৃদয় হারিয়েছেন একাধিক নেট প্রেমীরা। তবে লাইমলাইট থেকে দূরে থাকেন গম্ভীরের স্ত্রী নাতাশা।
আরও পড়ুন : মেয়ে হলে কেমন দেখতে হতেন বিরাট-ধোনিরা? দেখুন মহিলা রূপে ভারতীয় ক্রিকেটারদের চেহারা
বর্তমানে নাতাশা জৈন দাতব্য কাজে সক্রিয় এবং বিভিন্ন সামাজিক কারণের সঙ্গে যুক্ত রয়েছেন। নাতাশা গৌতম গম্ভীর ফাউন্ডেশন স্থাপনে সহায়ক ভূমিকা পালন করেছেন, যা দেশের সুবিধাবঞ্চিত শিশুদের জীবনযাত্রার উন্নতির জন্য কাজ করছে।
আরও পড়ুন : রূপে নায়িকাদের ১০ গোল দেবে, রবীন্দ্র যাদেজার সুন্দরী স্ত্রীকে দেখলে চোখ সরবে না