আম্বানির মত লোক দেখানো খরচ নয়! ছেলের বিয়েতে আদানি যা করলেন জানলে স্যালুট জানাবেন

আম্বানির মত লোক দেখানো খরচ নয়, ছেলের বিয়েতে জনসেবায় ১০ হাজার কোটি টাকা দান করলেন গৌতম আদানি। হ্যাঁ ঠিকই শুনছেন। সম্প্রতি গৌতম আদানি তার ছেলের জিৎ আদানির বিয়ের খবর শেয়ার করেছেন। কোনও হাইপ ছিল না এই বিয়ে নিয়ে। খুবই সাধারণ ঘরোয়াভাবে ছেলের বিয়ের আয়োজন করেছিলেন তিনি। তবে ছেলের বিয়ে উপলক্ষে জন সেবায় প্রচুর টাকা দান করলেন আদানি। জিতে নিলেন গোটা দুনিয়ার মন।

জিৎ আদানির বিয়ে

গতবছর বিরাট জাঁকজমক করে ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ের আয়োজন করেছিলেন মুকেশ আম্বানি। খরচ করেছিলেন কাঁড়ি কাঁড়ি টাকা। অনন্ত আম্বানির বিয়ে ছিল গত বছরের সবথেকে হেভিওয়েট বিয়ে। প্রি ওয়েডিং, ওয়েডিং, পোস্ট ওয়েডিং মিলে মিশিয়ে একাধিক অনুষ্ঠানের আয়োজন ছিল যেখানে নিমন্ত্রিত ছিলেন বিশ্বের তাবড় তাবড় মান্যগণ্য ব্যক্তিরা। অনন্ত আম্বানির বিয়ে দেখে চোখ ধাঁধিয়ে গিয়েছিল সকলের। কিন্তু গৌতম আদানি সেই পথে হাঁটলেন না।

Gautam Adani Donate 10000 Crores To Social Causes In His Son`s Marriage

জিৎ আদানির স্ত্রী

গৌতম আদানি ছেলে জিতের সঙ্গে বিয়ে হয়েছে, দিভা জেমিনাইন শাহের। তিনি সুরাটের হিরে ব্যবসায়ী জৈমিন শাহের মেয়ে। ছেলের বিয়ের পর গৌতম আদানি সোশ্যাল মিডিয়াতে সেই সুখবর শেয়ার করেন। খুবই সাধারণভাবে বিয়ের আয়োজন ছিল। বিয়েতে ট্রাডিশনাল ভারতীয় সাজে সেজেছিলেন তারা। বিয়ের কিছু দিন আগে মহাকুম্ভ থেকে ঘুরে আসেন গৌতম আদানি। তখন তিনি জানিয়ে দেন কোনওরকম জাঁকজমক ছাড়া শুধু ঐতিহ্য মেনেই তার ছেলের বিয়ে হবে। সেইমতো একেবারে কাছের মানুষদের সঙ্গে নিয়ে অনুষ্ঠান হয়েছে। তবে আসল চমক জানা গেল বিয়ের পর।

আরও পড়ুন : ঠোঁটে ঠোঁট, হাতে মদের গ্লাস নিয়ে নাচ! কাঞ্চনের সঙ্গে রোমান্সে ভাসলেন শ্রীময়ী, দিলেন ভিডিও

Gautam Adani Donate 10000 Crores To Social Causes In His Son`s Marriage

আরও পড়ুন : ছেলের থেকে হবু বৌমা ৬ বছরের বড়! দামিনীকে নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী চ্যাটার্জী

ছেলের বিয়েতে বিরাট আয়োজন করার পরিবর্তে ১০ হাজার কোটি টাকার সামাজিক উন্নয়ন খাতে দান করেছেন গৌতম আদানি। বিয়ের আগে জিৎ মঙ্গলসেবায় ৫০০ বিশেষভাবে সক্ষম মহিলার হাতে ১০ লক্ষ টাকা তুলে দেন। বিয়েতে জিত মণীশ মালহোত্রার যে পোশাক পরেছিলেন তার কিছুটা অংশ বিশেষভাবে সক্ষমদের হাতে বানানো। এইসব খবর প্রকাশ্যে আসতেই আদানি পরিবারকে সাধুবাদ দিচ্ছেন নেট নাগরিকরা।