ব্ল্যাকআউট হলে কোন কোন গ্যাজেট অবশ্যই নিজের কাছে রাখবেন?

ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। বর্তমানে যদিও সংঘর্ষ বিরতিতে রয়েছে দুটি দেশ। কিন্তু এখনও দুই দেশের মধ্যে উত্তেজনা কমেনি। ভারত এখনও অপারেশন সিঁদুর প্রত্যাহার করেনি। তাই আপাতত দুই দেশ গোলাগুলি বন্ধ করলেও আগামী দিনে কী হবে তা এখনই বলা যাচ্ছে না। এই সময় প্রত্যেকটি নাগরিকের উচিত নিজের সুরক্ষা নিশ্চিত করা। যুদ্ধ যদি বাঁধেই, তাহলে নিজেকে সুরক্ষিত রাখার উপায় এখন থেকেই করে রাখুন। অবিলম্বে কিনে রাখুন এই ৫টি গ্যাজেট যেগুলো আপনাকে বিপদে সাহায্য করবে।

যুদ্ধের সময় কোন কোন গ্যাজেট নিজের কাছে রাখবেন?

পাওয়ার ব্যাঙ্ক : যদি আপনার এলাকায় গোলাগুলির সম্ভাবনা থাকে তাহলে ব্ল্যাক আউট হবে। এই সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই নিজের মোবাইল এবং ইলেকট্রিক ডিভাইসগুলিতে চার্জ রাখার জন্য একটা ভালো মানের পাওয়ার ব্যাঙ্ক নিজের সঙ্গে রাখুন।

 Radio

রেডিও : ইন্টারনেট এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে সেই সময়ই রেডিও আপনার কাজে আসবে। সরকারের নির্দেশিকা কিংবা সাম্প্রতিক খবরের আপডেট পেতে অবশ্যই ঘরে একটা রেডিও রাখুন।

টর্চ : বিদ্যুৎ চলে গেলে চারিদিকে অন্ধকার হয়ে যাবে। এই সময় একটা ভালো মানের টর্চ নিজের কাছে রাখুন। অন্ধকারে কোনও তীব্র আলো ব্যবহার করতে পারবেন না। তবে টর্চের আলো আপনার কাজে লাগবে।।

আরও পড়ুন : সাইরেন, ব্ল্যাকআউটে কী কী করবেন না? জেনে রাখুন যুদ্ধে বাঁচার কৌশল

First Aid Kits

আরও পড়ুন : প্যান, আধার, রেশন কার্ড নয়! এবার ভারতের নাগরিকত্ব প্রমাণে লাগবে অন্য নথি

ফার্স্ট এইড কিট : জরুরি অবস্থায় যদি কেউ চোট পান তাহলে তার চিকিৎসার জন্য ফার্স্ট এইড কিট নিজের কাছে রাখুন। যার মধ্যে ব্যান্ডেজ, অ্যান্টিসেপটিক ক্রিম, পেইনকিলার ইত্যাদি গুরুত্বপূর্ণ ওষুধ থাকবে।

ওয়াটার পিউরিফায়ার : বিশুদ্ধ জলের যোগান অব্যাহত রাখতে একটা পোর্টেবল ওয়াটার পিউরিফায়ার সঙ্গে রাখুন অবশ্যই।