Most Expensive Electricity Bills Of Bollywood Celebrities : শাহরুখ খান থেকে শুরু করে সালমান খান, আবার দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ, বলিউডের তাবড় তাবড় তারকাদের লাইফস্টাইল খুবই বিলাসবহুল। তারা যেমন দুহাতে কোটির গুনিতকে রোজগার করেন তেমনই তাদের ব্যয় হয় সেরকমই কোটিতে। জানেন বলিউড (Bollywood) তারকাদের বিদ্যুৎ বিলের পেছনে খরচ কত হয় মাসে? জানলে অবাক হবেন।
ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল (Katrina Kaif And Viki Kaushal) : ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ মুম্বাইয়ের একটি বিলাসবহুল জায়গার ৪ বেডরুমের অ্যাপার্টমেন্টে থাকেন। তাদেরও মাসে বিদ্যুৎ বিল আসে লক্ষাধিক। ইলেকট্রিক বিল এর পেছনে প্রতিমাসে ৮ থেকে ১০ লক্ষ টাকা গুনতে হয় তাদের।
আমির খান (Aamir Khan) : এই তালিকাতে আমির খানও কিছু কম যান না। মাসে তারও বিদ্যুৎ খরচ লক্ষাধিক। ৯ থেকে ১১ লক্ষ টাকা তিনি শুধু বিদ্যুৎ বিল হিসেবেই খরচ করেন।
দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং (Deepika Padukone And Ranveer Singh) : দীপিকা এবং রণবীর বলিউডের অন্যতম সুখী দম্পতি। তাদেরকে কেরিয়ার এখন মধ্য গগনে। মুম্বাইয়ের বুকে দীপিকার দুটি বাড়ি রয়েছে। এর মধ্যে ১১৯ কোটি টাকা দামের একটি বিলাসবহুল আবাসন রয়েছে। রণবীর এবং দীপিকাকে বিদ্যুৎ বিল বাবদ প্রতি মাসে ১৩ থেকে ১৫ লক্ষ টাকা গুনতে হয়।
অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) : মুম্বাইয়ের জুহুতে রাজপ্রাসাদের মতো জলসা বাড়িতে সপরিবারে থাকেন অমিতাভ বচ্চন। এই বাড়ির ভেতরটাও যেন কোনও এক রাজপ্রাসাদের অন্দরমহল বলে ভুল হবে। মাসে জলসার পেছনে বিদ্যুৎ বিল বাবদ ২২ থেকে ২৫ লক্ষ টাকা খরচ হয়।
সালমান খান (Salman Khan) : মুম্বাইয়ের বিভিন্ন জায়গাতে একাধিক বিলাসবহুল ফ্ল্যাট এবং আবাসন রয়েছে সালমান খানের। তবে তিনি নিজে অবশ্য মুম্বাইতে একটি এক কামরার ফ্ল্যাটে থাকেন বলেই শোনা যায়। তবে বিদ্যুৎ বিল বাবদ তাকে প্রতিমাসে ২৩ থেকে ২৫ লক্ষ টাকা গুনতে হয়।
সেইফ আলি খান এবং ক্যাটরিনা কাইফ (Saif Ali Khan And Katrina Kaif) : সেইফ এবং ক্যাটরিনার জীবনযাপনও রাজা-রাজড়াদের থেকে কম নয়। মুম্বাইয়ের বুকে বিলাসবহুল একটি বাড়িতে রাজার হালে থাকেন তারা। মাসে বিদ্যুৎ বিল বাবদ ৩০ থেকে ৩২ লক্ষ টাকা খরচ হয় তাদের।
আরো পড়ুন : বিয়ের জন্য ইসলাম নিতে হয়েছে, এই ৬ হিন্দু অভিনেত্রীর মধ্যে একজন বাঙালিও আছেন
শাহরুখ খান (Shah Rukh Khan) : মুম্বাইয়ের বিলাসবহুল ‘মন্নত’ বাড়িতে সপরিবারে থাকেন শাহরুখ খান। মন্নতের ভেতরটা যেন রাজপ্রাসাদ। সমস্ত উন্নত সুযোগ-সুবিধা রয়েছে সেখানে। এই বাড়ির বিদ্যুৎ খরচ নাকি মাসে ৪৩ থেকে ৪৫ লক্ষ টাকা। যা সাধারণ মানুষের সারা জীবনের রোজগারের সমান।
আরো পড়ুন : কোথায় হারিয়ে গেলেন বলিউডের প্রথম ‘টারজান’? ৩০ বছর পর এখন কেমন আছেন তিনি?