বলিউডে আসার আগেই সুপারস্টার! তারকা সন্তানরা কে কতদূর পড়াশোনা করেছেন জানেন?

শাহরুখ খান, শ্রীদেবী থেকে চ্যাঙ্কি পান্ডেরা একসময় কঠিন পরিশ্রম করে তবে তারকার খেতাব জিততে পেরেছিলেন। তবে তাদের সন্তানরা তো জন্মগতভাবেই যেন সুপারস্টার! জন্ম থেকেই অর্থ, যশ, প্রতিপত্তির মধ্যে তারা মানুষ হয়েছেন। ছেলেমেয়েদের কেরিয়ার গঠন করতে অঢেল টাকা ঢেলেছেন বাবা-মায়েরাও। আজ এই প্রতিবেদন থেকে জেনে নিন বলিউডের তারকা সন্তানদের পড়াশোনার (Bollywood Star Kids Educational Qualification) দৌড় কত দূর।

আরিয়ান খান (Aryan Khan) : শাহরুখ খান এবং গৌরী খানের প্রথম সন্তান আরিয়ান খান বলিউডে প্রবেশ করার আগেই নানা বিতর্কে জড়িয়ে বারবার লাইমলাইট পেয়েছেন। তিনি কিন্তু লন্ডন এবং সাদার্ন ক্যালিফোর্নিয়া থেকে লেখাপড়া করেছেন। চারুকলা নিয়ে স্নাতক হয়েছেন, সিনেমাটিক আর্টস এবং টেলিভিশন প্রোডাকশন নিয়ে উচ্চশিক্ষার ডিগ্রি পেয়েছেন আরিয়ান।

janhvi kapoor

জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) : মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে লেখাপড়া করার পর উচ্চ শিক্ষার জন্য লি স্ট্রাসবার্গ থিয়েটার এন্ড ফিল্ম ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেন তিনি। পড়াশোনার জন্য এক সময় লস অ্যাঞ্জেলসেই থাকতেন তিনি। এরপর জাহ্নবী ভারতে ফিরে এসে বলিউডে প্রবেশ করেন।

সারা আলি খান (Sara Ali Khan) : সাইফ আলি খান এবং অমৃতা সিংহের কন্যা সারা আলি খান নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হন। এরপর তিনিও ভারতে ফিরে আসেন এবং বলিউডে প্রবেশ করে অল্প দিনের মধ্যেই অভিনয়ের দুনিয়াতে সুনাম পেয়েছেন।

ananya pandey

অনন্যা পান্ডে (Ananya Pandey) : চ্যাঙ্কি পান্ডের কন্যা ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে প্রাথমিকভাবে পড়াশোনা শেখেন। এরপর স্নাতকের ডিগ্রী পাওয়ার জন্য তিনি লস এঞ্জেলসের ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়াতে ভর্তি হন।

সুহানা খান (Suhana Khan) : শাহরুখ খানের কন্যা সুহানাও বলিউডে ভাগ্য পরীক্ষা করতে আসছেন খুব তাড়াতাড়ি। অবশ্য অভিনয় জগতে প্রবেশ করার আগে তিনি লেখাপড়া শেষ করেই এসেছেন। সুহানা এরপর অভিনয়ের উপর কোর্স করার জন্য নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে আরও পড়াশোনা করেন।

nysa devgan

নায়সা দেবগন (Nysa Devgan) : অজয় এবং কাজলের কন্যা নায়সা সিঙ্গাপুরের গ্লিওন ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন থেকে লেখাপড়া করেছেন। পরে অবশ্য উচ্চ শিক্ষার জন্য তিনি সুইজারল্যান্ডে চলে গিয়েছিলেন। লেখাপড়ার শেষের আবার ভারতে ফিরে এসেছেন নায়সা।

নব্যা নভেলি নন্দা (Navya Naveli Nanda) : অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা ফরডাম ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেন। তারপর তিনি ডিজিটাল প্রযুক্তি এবং ইউএস ডিজাইনের উপর ডিগ্রি নিয়েছিলেন। বর্তমানে বাবার ব্যবসার কাজে হাত লাগানোর পাশাপাশি নিজের ব্রডকাস্ট চ্যানেল ‘হোয়াট দ্য হেল নব্যা’ সামলাচ্ছেন তিনি।