এই বছর বাংলা সিরিয়াল (Bengali Mega Serial) ইন্ডাস্ট্রিতে একের পর এক নতুন সিরিয়ালগুলো বন্ধ হয়ে গিয়েছে। ইন্ডাস্ট্রিতে সিরিয়াল চালানোর ক্ষেত্রে পলিসিতে রাতারাতি পরিবর্তন এনেছেন নির্মাতারা। প্রথম দিন থেকেই টিআরপির জন্য দৌড়ে চলেছে নতুন সিরিয়ালগুলো। দেখা যাচ্ছে মাত্র তিন থেকে ছয় মাসের মধ্যেও বন্ধ হচ্ছে নতুন সিরিয়াল। সেই জায়গায় বছর পেরিয়ে রেকর্ড গড়েছে এই ৫টি বাংলা সিরিয়াল (Five Longest Running Bengali Mega Serial)। এক নজরে দেখে নিন তালিকা।
এই পথ যদি না শেষ হয় (Ei Poth Jodi Na Sesh Hoi) : স্বর্ণেন্দু সমাদ্দার পরিচালিত এই সিরিয়ালটি এক বছরেরও বেশি সময় ধরে বেশ রমরমিয়ে চলেছে। অন্বেষা হাজরা এবং ঋত্বিক মুখার্জী অভিনীত এই সিরিয়ালটি বেশ পছন্দ করেছেন দর্শকরা। সদ্যই এই সিরিয়ালের যাত্রা শেষ হয়েছে। ২০২১ সালের ১২ই এপ্রিল থেকে ২০২২ সালের শেষ পর্যন্ত চলেছে এই সিরিয়াল।
খড়কুটো (Khorkuto) : বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক খড়কুটোও ছিল দর্শকদের অতি পছন্দের একটি সিরিয়াল। তৃণা সাহা এবং কৌশিক রায় অভিনীত এই সিরিয়ালটি এখনো দর্শকরা মনে রেখেছেন। প্রথম এক বছর এই সিরিয়াল ভালো টিআরপি দিয়েছিল। পরের এক বছর টিআরপির অভাবে দুপুরের স্লটে পাঠিয়ে দেওয়া হয় খড়কুটোকে। কিন্তু এর জনপ্রিয়তা তাতেও কমেনি।
মিঠাই (Mithai) : টানা ৫৬ সপ্তাহ ধরে টিআরপি টপার হয়ে রেকর্ড করেছে মিঠাই রানী। মিঠাই এর মত এমন সাফল্য হালফিলের কোনো সিরিয়ালের নেই। আর একমাস বাদেই মিঠাই সিরিয়ালটি দুই বছর পূর্ণ করবে। টিআরপি বর্তমানে কিছুটা কমলেও মিঠাইয়ের জনপ্রিয়তাতে কিন্তু ভাঁটা পড়েনি।
গাঁটছড়া (Gantchhora) : সোলাঙ্কি রায় এবং গৌরব চ্যাটার্জীর গাঁটছড়া সিরিয়ালটিও দর্শকদের মাঝে তুমুল হিট। একসময় মিঠাইয়ের সঙ্গে টেক্কা দিয়েছিল সিরিয়ালটি। এখন অবশ্য টিআরপির ভিতরে বেশ খানিকটা নেমে গিয়েছে স্টার জলসার এই সিরিয়াল। তবে ঋদ্ধি এবং খড়ির জনপ্রিয়তা সিরিয়ালটিকে বহুদিন পর্যন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে।
ধূলোকণা (Dhulokona) : স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল ধূলোকণাও রয়েছে এই তালিকায়। শুরু থেকে শেষ পর্যন্ত এই সিরিয়ালটি বেশ ভালই টিআরপি দিচ্ছিল। এমনকি শেষের সপ্তাহেও ধূলোকণার টিআরপি ভাল ছিল। যদিও জনপ্রিয়তার শিখরে থাকতে থাকতে আচমকা শেষ করে দেওয়া হল ধূলোকণাকে।