প্রকাশ্যে এলো ২০২৪ সালের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তালিকা। প্রকাশ্যে এলো সেরা অভিনেতা এবং অভিনেত্রীদের নাম। এই বছর অভিনয়ের বিচারে কে হলেন বলিউডের সেরা অভিনেতা? সেরা অভিনেত্রীই বা কে? বাকি ক্যাটাগরিতে কে কোন পুরস্কার জিতলেন? দেখে নিন এক নজরে।
শাহরুখ, সালমান সবাইকে কাবু করে এই বছর সেরা অভিনেতার পুরস্কার জিতে নিলেন দিলজিত দোসাঞ্জ (Diljit Dosanjh)। আর সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন করিনা কাপুর (Kareena Kapoor)। ওয়েব সিরিজ এবং সিনেমা বিভাগে মোট ৩৯ টি পুরস্কার দেওয়া হয়েছে এদিন। এ বছরের সেরা ওয়েব সিরিজ হিসেবে পুরস্কার পেয়েছে দা রেলওয়ে মেন। এই সিরিজের সেরা সহ অভিনেতার পুরস্কার পেলেন আর মাধবন। সেরা পরিচালক হিসেবে পুরস্কার পেলেন কালাপানির পরিচালক সমীর সাকসেনা এবং অমিত গোলানি।
কমেডি সিরিজের সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেলেন রাজকুমার রাও। তিনি গান্স এন্ড গুলাবস এর জন্য এই পুরস্কার পেয়েছেন। ড্রামা সিরিজের সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেলেন গগন দেব রিয়ার। তাকে স্ক্যাম ২০২৩ : দ্য তেলেগু স্টোরির জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে। কমেডি সিরিজের সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পেলেন গীতাঞ্জলি কুলকার্নি। গুল্লাকতে অভিনয় করার জন্য তিনি এই পুরস্কার পেলেন।
অন্যদিকে হীরামান্ডিতে অভিনয় করার সুবাদে ড্রামা সিরিজের সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পেলেন মনীষা কৈরালা। কমেডি সিরিজের সেরা সহ অভিনেতা হিসেবে পুরস্কার পেলেন ফয়সাল মালিক। তাকে পুরস্কার দেওয়া হল পঞ্চায়েত সিজন ৩ এর জন্য। মামলা লিগাল হ্যায় সিরিজের জন্য সেরা সহ অভিনেত্রীর পুরস্কার জিতলেন নিধি বিস্ত। মেড ইন হেভেন ২ এর জন্য সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পেলেন মোনা সিং।
কালাপানির সেরা গল্পকার হিসেবে পুরস্কার পেলেন বিশ্বপতি সরকার। সেরা কমেডি সিরিজের পুরস্কার জিতে নিল মামলা লিগাল হে। সেরা সিনেমার পুরস্কার জিতেছে অমর সিং চমকিলা। এই ছবির জন্য সেরা পরিচালক হিসেবে ইমতিয়াজ আলী এবং সেরা অভিনেতা হিসেবে দিলজিত দোসাঞ্জ পুরস্কার পেয়েছেন। জানে জান সিনেমার জন্য করিনা কাপুর খানকে সেরা অভিনেত্রীর পুরস্কার দেওয়া হয়েছে। আর সেরা ডেবিউ অভিনেতার পুরস্কার পেলেন বেদং রায়না।
আরও পড়ুন : বহু বছর আগে ছেড়েছেন অভিনয়, ইনিই হলেন বলিউডের সবথেকে ধনী নায়িকা
আরও পড়ুন : স্ত্রীকে কত টাকার খোরপোষ দেবেন ধনুশ? প্রকাশ্যে রজনীকান্তের জামাইয়ের মোট সম্পত্তির পরিমাণ
অন্যদিকে সমালোচকদের বিচারে সিনেমার সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পেলেন অনন্যা পান্ডে। সমালোচকদের বিচারে সিনেমার সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন জয়দীপ আহলাওয়াট। মহারানী ৩ এর জন্য সমালোচকদের বিচারের সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন হুমা কুরেশি। মুম্বাই মেরি জান এর জন্য সমালোচকদের বিচারের সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন কে কে মেনন। আর সমালোচকদের বিচারে সেরা পরিচালনার জন্য পুরস্কার জিতেছে মুম্বাই ডায়েরিজ ২।