ছিলেন মুসলিম নাম বদলে হয়েছেন হিন্দু, বলিউডের এই তারকাদের আসল নাম জানলে চমকে যাবেন

বলিউড তারকারা (Bollywood Star) অনেক সময়েই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার আগে নিজেদের নাম বদলে ফেলেছেন। নতুন নাম-পরিচয় নিয়ে বলিউডে যেন তাদের নতুন জন্ম হয়। আবার বলিউডে এমন অনেক তারকাই রয়েছেন যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা সত্বেও হিন্দু নাম নিয়েছেন। দর্শকরা তাদের সেই পরিবর্তিত নামেই চেনেন। এই তারকাদের আসল নাম (Real Name) জানতে ইচ্ছে হয় কি? আজকের এই প্রতিবেদনে জেনে নিন তারকাদের আসল নাম-পরিচয়।

দিলীপ কুমার (Dilip Kumar) : স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষে যখন বলিউড ধীরে ধীরে বিকশিত হচ্ছে তখন এই সুদর্শন অভিনেতার আবির্ভাব। অভিনয়গুণে তিনি সকলকে মুগ্ধ করেন। তবে দিলীপ কুমার তার আসল নাম নয়। নাম শুনে তাকে হিন্দু মনে হলেও তিনি আদতে হিন্দুও নন। তার নাম ছিল মোহাম্মদ ইউসুফ খান। বলিউডে প্রবেশের পর তৎকালীন সময়ের জনপ্রিয় অভিনেত্রী দেবিকা রানির নির্দেশে তাকে নাম-পরিচয় বদলাতে হয়। সেই নির্দেশ মেনেই বলিউডের প্রথম সুপারস্টার হয়েছিলেন দিলীপ কুমার।

মধুবালা (Madhubala) : সাদাকালো ছবির যুগে দিলীপ কুমার যদি হন প্রথম সুপারস্টার অভিনেতা, তাহলে তার সঙ্গে মধুবালার নামও উঠে আসে। যথারীতি দিলীপ কুমারের মত তাকেও নাম-পরিচয় বদলে বলিউডে আসতে হয়েছিল। তার আসল নাম মুমতাজ জাহান দেহলভি। ১৯৩৩ সালে পাকিস্তানের একটি পশতুন পরিবারে তার জন্ম হয়েছিল। দিলীপ কুমারের মত দেবিকা রানী তাকেও নাম বদলানোর পরামর্শ দেন। মধুবালা তার সমকালীন সময়ে রূপে এবং গুণে সকলের সেরা হয়ে উঠেছিলেন।

মীনা কুমারী (Meena Kumari) : এই বলিউড সুন্দরীর আসল নাম ছিল মেহজাবীন বানো। ১৯৩৩ সালে এক সুন্নি মুসলিম পরিবারে তার জন্ম হয়। খুব ছোট বয়স থেকেই তিনি অভিনয় করছেন। ১৯৩৯ সালে প্রথম শিশুশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু হয়। এই বয়সেই পরিচালক বিজয় ভাট মেহজাবীনের নাম বদলে রাখেন মীনা কুমারী।

অজিত (Ajit) : ৬০-৭০ এর দশকের এই অভিনেতাকে বলিউডের একাধিক ছবিতে ভিলেনের ভূমিকায় দেখা গিয়েছে। তার আসল নাম হামিদ আলি খান। প্রথম ছবি ‘কুরুক্ষেত্র’তে তিনি তার আসল নামই ব্যবহার করেন। তবে পরবর্তীকালে তার নাম পরিবর্তন করে অজিত রাখা হয়।

জনি ওয়াকার (Johnnie Walker) : সাদাকালো যুগের কৌতুক অভিনেতাকে‌ কে না চেনেন? তবে তাকে যে নামে চেনেন সেটা তার আসল পরিচয় নয়। তার আসল নাম ছিল বদরউদ্দিন জামালউদ্দিন কাজী। স্কচ হুইস্কি ব্র্যান্ডের নামে পরিচালক এবং অভিনেতা গুরু দত্ত তার নাম রাখেন। পরবর্তীতে এই নামেই সাফল্য আসে তার জীবনে।

জগদীপ (Jagdeep) : ৬০-৭০ দশকের আরেক জনপ্রিয় কৌতুক অভিনেতা জগদীপের আসল নাম ছিল সৈয়দ ইশতিয়াক আহমেদ জাফরী। তার নাম পরিবর্তন করে দিয়েছিলেন পরিচালক বিমল রায়। এই নামেই জনপ্রিয়তা পেয়েছিলেন জগদীপ।

সঞ্জয় (Sanjay) : সঞ্জয়ের আসল নাম হল শাহ আব্বাস খান। আদতে এক গজনবী পাঠানী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। মুসলিম হওয়া সত্ত্বেও তিনি ছিলেন হনুমানজির ভক্ত। ‘জয় হনুমান’ টিভি সিরিয়ালেও অভিনয় করেছিলেন সঞ্জয়। পরবর্তী দিনে চলচ্চিত্র জগতে নাম উপার্জন করতে নিজের নাম পরিবর্তন করেন।

অর্জুন (Arjun) : দূরদর্শনের ‘মহাভারত’ এর অর্জুনকে আজও মনে রেখেছেন দর্শকরা। তবে তার আসল নাম ফিরোজ খান। এই টিভি সিরিয়ালের দরুন তিনি এতটাই জনপ্রিয়তা পান যে পরবর্তী দিনে নিজের নাম পরিবর্তন করে অর্জুনই রাখেন।