উদয় প্রতাপ সিংয়ের পর এবার ফাহিম মির্জা। পার্শ্বচরিত্র থেকে সোজা নায়ক হয়ে নতুন সিরিয়ালে পা রাখতে চলেছেন ফাহিম। বাংলা সিরিয়ালের জনপ্রিয় এই অভিনেতাকে এতদিন বিভিন্ন সিরিয়ালে অভিনয় করতে দেখেছেন দর্শকরা। তবে মেইন লিডে নয়, বারবার পার্শ্ব চরিত্রে নজর কেড়েছেন তিনি। এবার তার সামনে এলো নায়ক হওয়ার সুযোগ। ‘চ্যাটার্জী বাড়ির মেয়েরা’ নামের এক নতুন সিরিয়ালের নায়ক হলেন ফাহিম মির্জা।
নেতাজি, মিঠাই, পিলু, ইচ্ছে পুতুল থেকে ফুলকি, জি বাংলার একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন ফাহিম। কোথাও খল চরিত্রে, তো কোথাও আবার পুলিশ অফিসারের ভূমিকায় দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। বর্তমানে ফুলকি সিরিয়ালেও তিনি পুলিশ অফিসার। নায়ক-নায়িকার পাশাপাশি পারমিতা এবং অংশুমানের জুটিটাও দর্শকরা খুবই পছন্দ করেন। বহুদিন ধরেই দর্শকরা চাইছিলেন ফাহিমকে নতুন কোনও সিরিয়ালে নায়ক হিসেবে দেখতে। এবার তাদের সেই ইচ্ছে পূরণ হল।
ফাহিমকে এবার আকাশ আটের জনপ্রিয় মেগা সিরিয়াল ‘চ্যাটার্জী বাড়ির মেয়েরা’তে মুখ্য চরিত্রে দেখা যাবে। তিনি অভিনয় করবেন নায়িকা স্নেহা দেবের বিপরীতে। সম্প্রতি সিরিয়ালের যে প্রোমো প্রকাশ পেয়েছে তাতে ফাহিমকে দেখা গিয়েছে। তবে ইচ্ছে পুতুলের পর এখানেও তার চরিত্রটিতে নেগেটিভ শেডস থাকবে বলে মনে করছেন দর্শকরা। প্রোমো দেখে অন্তত তেমনটাই আন্দাজ পাওয়া যায়।
আরও পড়ুন : ৯ বছরের সম্পর্কে ঠকিয়েছিল প্রেমিক! রুবেলের আগে কার সঙ্গে প্রেম করতেন শ্বেতা
আরও পড়ুন : হয়ে গেল অন্তিম শুটিং! বন্ধের মুখের স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়াল
এই খবরে তো খুবই খুশি ফাহিমের ভক্তরা। তবে তাদের মনে প্রশ্ন উঠছে এবার কি তবে ‘ফুলকি’ সিরিয়াল ছেড়ে দেবেন ফাহিম? কারণ একই সঙ্গে দুটো সিরিয়ালে অভিনয় করা গেলেও এক সিরিয়ালের নায়ক হয়ে অন্য সিরিয়ালে অভিনয় করাটা বেশ চাপের। তবে ফাহিম সত্যিই ‘ফুলকি’ ছেড়ে দিচ্ছেন কিনা সেই আপডেট এখনও পাওয়া যায়নি। তবে ফাহিমের এই সিরিয়ালটি দেখতে হলে চোখ রাখুন সোম থেকে শনি প্রতিদিন সন্ধ্যা ৭টার সময় শুধুমাত্র আকাশ আটে।
View this post on Instagram