‘নিম ফুলের মধু’তে (Neem Phuler Madhu) বাবুর বাবু কে হয়েছেন? পর্ণা এবং সৃজনের ছেলের চরিত্রে অভিনয় করছেন কোন অভিনেতা? চলুন আজ আপনাদের আলাপ করাব জি বাংলার (Zee Bangla) নতুন নায়কের সঙ্গে। যার এন্ট্রি দেখেই কার্যত দারুণ কৌতুহলী দর্শকরা।
২০ বছর লিপ নিয়ে এগিয়ে গেল নিম ফুলের মধুর গল্প। সম্প্রতি শেয়ার করা হয়েছে নতুন এই ট্র্যাকের প্রোমো। দেখা যাচ্ছে সৃজন এবং পর্ণা ছেলে ও মেয়ে এখন অনেক বড় হয়ে গিয়েছে। তাদের মেয়ের চরিত্রে অভিনয় করছেন সোমু সরকার এবং ছেলের চরিত্রে অভিনয় করবেন নবাগত অভিনেতা রাজদীপ গোস্বামীকে। যাকে এর আগে আর কোনও সিরিয়ালে দেখা যায়নি।
তবে রাজদীপ অভিনয়ের দুনিয়াতে নতুন নন। এর আগে হইচই এর সম্পূর্ণা ২, নষ্টনীড় ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। কিন্তু সিরিয়ালের পর্দায় এটাই তার প্রথম কাজ। নিম ফুলের মধু সিরিয়ালে এন্ট্রি নিচ্ছে এক ঝাঁক নতুন মুখ। নতুন মোড়কে এবার উপস্থাপন হবে গল্প। আরও অনেক নতুন নতুন চমক অপেক্ষা করে আছে দর্শকদের জন্য তা বলাই বাহুল্য।
লিপ নেওয়ার পর গল্প যেখান থেকে শুরু হবে তা কিছুটা এইরকম, সৃজন ২০ বছর বাড়ি ফেরেনি। সে কোথায় আছে কোনও খোঁজ পাওয়া যায়নি। সৃজন না থাকায় পর্ণা সারাক্ষণ মনমরা হয়ে থাকে। সাংবাদিকতার চাকরিটাও ছেড়ে দিয়েছে সে। অন্যদিকে পর্ণার শাশুড়ি কৃষ্ণা বাবুকে হারালেও বাবুর বাবুকে নিয়ে মেতে থাকেন সব সময়। প্রোমোতে এই চরিত্রেই রাজদীপের এক ঝলক দেখানো হয়েছে।
আরও পড়ুন : কথা নয়, বাস্তবে এই সুন্দরীর সঙ্গে প্রেম করছে এভি, প্রকাশ্যে সাহেবের প্রেমিকার পরিচয়
আরও পড়ুন : লিপ নিল নিম ফুলের মধু, বদলে গেল সিরিয়ালের গল্প! আসতে চলেছে দুর্দান্ত চমক
ওইটুকু সময়ের জন্য তাকে দেখেই সোশ্যাল মিডিয়াতে যেভাবে মাতামাতি শুরু হয়েছে তাতে বেশ আপ্লুত অভিনেতা। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, ‘‘সবাইকে ধরে ধরে উত্তর দিত পারলাম না বলে দুঃখিত। যেভাবে সবাই এই খুশির সময়টা আমার সঙ্গে ভাগ করে নিলে, তার জন্য আমি ভীষণ খুশি। তোমরা আছো তাই আজ সবটা হল। আর এটাও প্রমাণ হল, কোনো স্পেশাল কানেকশন বা ব্যাকিং ছাড়া নিজের যোগ্যতায় আর ভালোবাসা দিয়ে সবকিছু করা সম্ভব।’’