৫০০০ কোটি টাকার কেলেঙ্কারি! ইডির নজরে রণবীর সহ এই ২০ বলিউড সেলিব্রিটি

Betting App Scam: Bollywood Celebrity on ED Radar : ৫০০০ কোটি টাকার কেলেঙ্কারি! ইডির নজরে এই ২০ বলিউড তারকা

বলিউড (Bollywood) তারকারা একদিকে যেমন খ্যাতি অর্জন করেন তেমন অন্যদিকে জড়িয়ে পড়েন একাধিক বিতর্কে। কখনো সম্পর্কের বিতর্কে কখনো আবার মাদক চক্রে। এবার ৫০০০ কোটি টাকার কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লেন বলিউডের মোট ২০ জন সেলিব্রিটি। এই সেলিব্রিটিদের মধ্যে সবার প্রথমে নাম উঠে এসেছে রণবীর কাপুর (Ranbir Kapoor) -র।

গত শুক্রবার অর্থাৎ ৬ অক্টোবর ইডির তলবে হাজিরা দেওয়ার কথা রণবীর কাপুরের কিন্তু হাজেরা দেওয়ার আগেই অভিনেতা এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাছ থেকে ২ সপ্তাহ সময় চেয়ে নিয়েছেন। মহাদেব বেটিং অ্যাপ মামলায় এমন ভাবেই জড়িয়ে পড়েছেন ঋষিপুত্র, এই অবস্থায় এখন নিজেকে কি করে তিনি বাঁচাবেন সেই চিন্তাই করছেন।

RANBIR KAPOOR AND SHRADDHA KAPOOR

তবে শুধুমাত্র রণবীর কাপুর নয়, এই মামলায় নাম জড়িয়েছে আরও যে সমস্ত তারকাদের তাদের মধ্যে রয়েছেন টাইগার শ্রফ, গোবিন্দ, এলি আব্রাম, সানি লিওনি, ভাগ্যশ্রী, পুলকিত সম্রাট, কৃতি খরবান্দা, নুসরত ভারুচার, কৃষ্ণা অভিষেক এবং কৌতুক অভিনয়শিল্পী ভারতী সিং। মহাদেব বেটিং অ্যাপ- এর কর্ণধার দুবাইবাসী সৌরভ চন্দ্রশেখর, রবি উৎপল।

এই গেমিং অ্যাপের মাধ্যমে তারকারা কয়েক কোটি টাকা উপার্জন করেছেন। প্রথমে টাকা খরচ করে এই অ্যাপের মধ্যে থাকা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে হয়। বিভিন্ন খেলায় জিতলে এন্ট্রির টাকা সহ বাড়তি টাকাও পেয়ে যান খেলোয়াড়রা। কিন্তু জুয়ার মত মনে হলেও এটি আদতে জুয়া নয়। এই অ্যাপের মাধ্যমে টাকা পাওয়া তো যায় না, উল্টে বাজি রাখা সব টাকা চলে যায় অ্যাপের কর্ণধারের কাছে।

MAHADEV BETTING APP

এই অ্যাপের কর্ণধাররা যেমন দায়ী ঠিক তেমনভাবেই দায়ী সেই সমস্ত বলিউড স্টাররা যারা এই অ্যাপের বিজ্ঞাপনের মডেল হতে রাজি হয়েছিলেন। শুধু তাই নয়, সম্প্রতি এই অ্যাপের কর্ণধার সৌরভের বিয়েতে উপস্থিত ছিলেন ইডির নজরে থাকা একাধিক তারকা। বিয়েতে শুধুমাত্র পারফর্ম করার জন্য কয়েক কোটি টাকা নিয়েছেন তারকারা।

আরও পড়ুন : একসময় তার হটনেসে কাবু ছিল বলিউড, রাতারাতি কোথায় হারিয়ে গেলেন উদিতা গোস্বামী

MAHADEV BETTING APP

আরও পড়ুন : মিস ইন্ডিয়া থেকে বলিউড নায়িকা, আজ ভিক্ষুক হয়ে দিন কাটাচ্ছেন এই বলিউড অভিনেত্রী

ইডি কর্তৃপক্ষ সন্দেহ করছেন, এই অ্যাপের মাধ্যমে যে সমস্ত টাকা লেনদেন করা হয় তা পুরোটাই কালো টাকা। এই কালো টাকা লেনদেনের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অ্যাপের দুই কর্ণধারকে। পাশাপাশি ইডির নজরে থাকা ২০ জন বলিউড সেলিব্রিটিদের একে একে তলব করা হবে তদন্তকারীদের অফিসে।