বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে এই সপ্তাহের টিআরপি তালিকা। কোন বাংলা সিরিয়াল কেমন ফলাফল করছে, দর্শকদের কাছে ঠিক কতটা জনপ্রিয়তা পাচ্ছে, এসব কার্যত টিআরপি দিয়েই বিচার হয় বর্তমানে। টিআরপিই বলতে গেলে প্রত্যেকটা সিরিয়ালের ভাগ্য নিয়ন্ত্রক। ক্রমাগত টিআরপি কম থাকলে কিংবা স্লট হারালে তখন চ্যানেল সেই সিরিয়াল বন্ধ করে দিতে বাধ্য হয়। এবার যেমন স্টার জলসার একটি সিরিয়াল বন্ধের ব্যাপারে জোর জল্পনা শুরু হয়েছে এই টিআরপির কারণেই।
টিআরপির অভাবে বন্ধের মুখে এই সিরিয়াল
এই মুহূর্তে টিআরপি নিয়ে স্টার জলসা এবং জি বাংলার মধ্যে সবথেকে বেশি লড়াই চলে। প্রত্যেকটা স্লটে একে অপরকে কড়া টক্কর দিচ্ছে এই দুই চ্যানেল। তবে জি বাংলার কাছে বেশ কিছু স্লট ইতিমধ্যেই হেরে বসে আছে স্টার জলসা। তার উপর আবার ৫ মাস পুরনো একটি সিরিয়ালের টিআরপি ক্রমাগত নামছে। গত সপ্তাহের তুলনায় এক ধাক্কায় এই সপ্তাহে বেশ অনেকটাই টিআরপি কমেছে দুই শালিক সিরিয়ালের। তাই এখন এই সিরিয়ালটি বন্ধ হওয়ার জল্পনা তুঙ্গে।
অনলাইনেও নেমেছে টিআরপি
গত সপ্তাহে ৫ র উপর টিআরপি রাখতে পেরেছিল দুই শালিক। সন্ধ্যে সাড়ে পাঁচটার ওই স্লটে বিপরীতে জি বাংলার অমরসঙ্গীকে বেশ ভালোমতো টেক্কাও দিয়েছিল আঁখি এবং ঝিলিকরা। কিন্তু এই সপ্তাহে এক ধাক্কায় টিআরপি কমে তিন এর নিচে নেমে গেল। শুধু টিভিতেই নয়, দুই শালিক ক্রমাগত ওটিটি প্ল্যাটফর্মেও তার জায়গা হারাচ্ছে। আগে যেখানে অনলাইনে দ্বিতীয় স্থানে ছিল এই সিরিয়াল, সেখান থেকেও নেমে পঞ্চম স্থানে পৌঁছে গিয়েছে। বোঝাই যাচ্ছে টিভি এবং অনলাইনের দর্শকরা দুই শালিকের প্রতি আকর্ষণ হারাচ্ছেন। আর এটাই চিন্তার বিষয়বস্তু হয়ে দাঁড়াতে পারে এই সিরিয়ালের জন্য।
আরও পড়ুন : ধুঁকছে সিরিয়াল পাড়া! রাতারাতি বন্ধের মুখে একাধিক সিরিয়াল, প্রকাশ্যে তালিকা
আরও পড়ুন : বাংলা সিরিয়াল থেকে সোজা সিনেমায় চান্স! বলিউডে পা রাখলেন এই অভিনেতা
দর্শকরা কী বলছেন?
দুই শালিকের টিআরপি ক্রমাগত নিচে নেমে যাওয়াতে বেশ চিন্তিত এই সিরিয়ালের ভক্তরাও। যদিও তারা মনে করছেন না এখনই এই সিরিয়াল বন্ধ করে দেওয়ার কোনও কারণ আছে। আঁখি এবং ঝিলিকের গল্পটা আর পাঁচটা সিরিয়ালের থেকে অনেকটাই আলাদা। আর একটি সপ্তাহের টিআরপি দিয়ে বিচার করলে তো হয় না। আগামী দিনে এই সিরিয়ালে আরও দুর্দান্ত কিছু চমক আসবে। যার ফলে যেমন হুড়মুড়িয়ে টিআরপি নেমেছে তেমনি আবার দুর্দান্ত গতিতে টিআরপি উঠেও আসতে পারে। তাই দুই শালিককে আরেকটু সময় দেওয়ার পক্ষেই সওয়াল করছেন দর্শকরা।