আরজি করের ঘটনার (RG Kar Case) পর কেটে গিয়েছে ১ টি মাস। সারা বাংলা জুড়ে ‘জাস্টিস ফর আরজি কর’ এর স্লোগান উঠছে। প্রতিবাদে সোচ্চার ৮ থেকে ৮০। সমাজের সর্বস্তরের মানুষ এই প্রতিবাদে অংশ নিয়েছেন। এমতাবস্থায় আরজিকর প্রসঙ্গকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে আগেই সমালোচনার মুখে পড়েছিলেন সৌরভ গাঙ্গুলী। তবে এবার বেফাঁস মন্তব্য করলেন তার স্ত্রী ডোনা গাঙ্গুলী (Dona Ganguly)।
সম্প্রতি বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসের ডাকে সাড়া দিয়ে একটি নৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছিলেন ডোনা। তিনি এই নৃত্য উৎসবের শুভ উদ্বোধন করেন এবং তাসের দেশ নৃত্যনাট্য পরিবেশন করেন তিনি ও তার দীক্ষামঞ্জরীর ছাত্র-ছাত্রীরা। সেখানেই তিনি আরজিকর প্রসঙ্গে মুখ খুলেছিলেন। অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরজি কর প্রসঙ্গে মন্তব্য করেন।
ডোনাকে সুপ্রিম কোর্টের তরফ থেকে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ প্রসঙ্গে তার মতামত জানতে চাওয়া হয়েছিল। উত্তরে তিনি বলেন, “এতলোক অসুস্থ হয়ে যাচ্ছে, অনেকে প্রাণ হারাচ্ছে। লোকের অসুস্থতা তো আর কমছে না। এটা তো আমাদের কর্তব্য। যেটা হয়েছে, রেপ-টেপ সব জায়গাতেই হয়। কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে?’’
ডোনা আরও বলেন, ‘‘এটা তো আমাদের গর্ব বাংলার যে সব মানুষ প্রতিবাদ করছে। একদিকে ব্যাপারটা দুঃখের, তবে সব শ্রেণির মানুষ এসে প্রতিবাদ করছে। আমরা আজকেও তাসের দেশ করলাম, সেটাও একটা রবীন্দ্রনাথের প্রতিবাদের সুর। আশা করছি তাড়াতাড়ি জাস্টিস পেয়ে যাবে।” এরপরে তাকে আর কিছু জানতে চাওয়া হলে তিনি সরাসরি বলে দেন, “আজকে মনটা খুবই আনন্দিত, এত বড় নাচের অনুষ্ঠান…।” আর বিশেষ কিছু বলতে চাননি সৌরভ-পত্নী।
আরও পড়ুন : প্রতিটা মেয়েই বিকৃত কামনার শিকার! নিজের অভিজ্ঞতা শুনিয়ে বিস্ফোরক ঝিলম গুপ্ত
আরও পড়ুন : অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ! কড়া শাস্তির মুখে পরিচালক অরিন্দম শীল
অন্যদিকে এদিনই কলকাতার একটি অনুষ্ঠানে যোগদান করেছিলেন সৌরভ গাঙ্গুলী। তিনি আরজিকর প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, আর জি করের ঘটনায় এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে সারা পৃথিবীর কাছে উদাহরণ তৈরি হয়। সেই সঙ্গে তাকে বলতে শোনা যায়, “অরাজনৈতিক মানুষেরা যেভাবে রাস্তায় নেমেছেন, চাই মেয়েটি যেন সুবিচার পায়। এমন দুষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে একটা উদাহরণ তৈরি হয়। বিচার পেতে হয়ত সময় লাগে। কিন্তু সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমেছেন তা দেখার মত।