বর্তমান সময় হিন্দি গানের দুনিয়ার সবচেয়ে বড় নক্ষত্র হলেন গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। শুধু দেশ নয়, সারা বিশ্বে তার অসংখ্য ভক্ত রয়েছেন যারা তার সুরের যাদুতে মুগ্ধ। তবে শুধু তার গানের গলাই নয়, তার জীবনযাপন ও অন্য শিল্পীকে যে সম্মান জানানোর ধরন তা দেখেও মুগ্ধ হয়েছেন বহু মানুষ।
বাংলার ছেলে অরিজিৎ বিলাসবহুল জীবনযাপন বদলে সাধারণ জীবনযাপন করতেই বেশি পছন্দ করেন। তাই মুম্বাই শহরে বিলাসবহুল বাড়ি ও গাড়ি ছেড়ে নিজের জন্মভূমি জিয়াগঞ্জেই থাকেন তিনি। কারণ বাংলার এই ছোট্ট গ্ৰামেই বড় হয়েছেন তিনি, তার মায়ের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই নিয়েই। তাই এই গ্ৰাম নিজের পরিবারকে ছেড়ে মুম্বাই জাননি তিনি।
তবে খুব সাধারণ জীবনযাপন হওয়া সত্ত্বেও দেশের অন্যান্য গায়কের চেয়ে অনেক বেশি টাকা উপার্জন করেন তিনি। কিন্তু সেই টাকা সমাজসেবায় খরচ করে ফেলেন তিনি। বর্তমান সময় বাংলা ছবি থেকে শুরু করে বলিউডের ছবি প্রায় জায়গাতেই অরিজিৎ-এর গলায় গান শুনতে পাওয়া যায়।
কিন্তু একমাত্র সলমনের ছবিতে কখনও অরিজিৎ-এর গান শুনতে পাওয়া যায় না। আসলে ৯ বছর আগে একবার সলমন খান আর অরিজিৎ সিং-এর মধ্যে একটি বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল। তাদের দুজনের মধ্যেকার এই ঝামেলা এক সময় চর্চার বিষয় হয়ে উঠেছিল। কিন্তু কী বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল সেটা অনেকেই জানেন না।
আসলে ২০১৪ সালে ‘আশিকি ২’ ছবিতে গান গাওয়ার জন্য অ্যাওয়ার্ড পেয়েছিলেন অরিজিৎ সিং। সেই অ্যাওয়ার্ড অরিজিৎ-এর হাতে তুলে দিয়েছিলেন সলমন। সেখানে অরিজিৎকে দেখে সলমন বলেছিলেন, “নিজের গান শুনে নিজেই ঘুমিয়ে পড়েছে অরিজিৎ। দেখে মনে হচ্ছে ঘুম থেকে উঠে এসেছো।”
অরিজিৎ তার উত্তরে বলেছিলেন, “কি আর করব তোমরা সবাই মিলে ঘুম পাড়িয়ে দিয়েছো।” অরিজিৎ-এর এই কথা সলমন ভালভাবে নেননি। তারপর অরিজিৎ-এর কেরিয়ারেও এর প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। একের পর এক ছবি থেকে তার গান বাদ দেওয়া হয়। একটি সাক্ষাৎকারে অরিজিৎ জানিয়েছিলেন, “সলমনের ‘কিক’ ছবির জন্য তিনি একটি গান গেয়েছিলেন। সেই গানটি সলমন বাদ দিয়েছেন ঐ সিনেমা থেকে।”