কেউ ১২৫ কোটি, কেউ পেল ২০ লাখ, সালমানের নতুন ছবি থেকে কে কত পারিশ্রমিক নিলেন?

ঈদ উপলক্ষে মুক্তি পেল সালমান খানের (Salman Khan) বহু প্রতীক্ষিত ছবি ‘কিসি কি ভাই কিসি কি জান’ (Kisi Ki Vai Kisi Ki Jaan)। করোনার পর বেশ খানিকটা সময় নিয়েই বড় পর্দায় বড় ব্যানারে কাম ব্যাক করলেন সালমান খান। কিন্তু সালমানের এই কামব্যাক নিয়ে প্রথম থেকেই যেন ভক্তদের মধ্যে তেমন উৎসাহ লক্ষ্য করা যাচ্ছিল না। ছবিটির বক্স অফিস কালেকশন কেমন হয় সেটা জানা যাবে পরে, আপাতত এই ছবি থেকে তারকারা কে কত পারিশ্রমিক নিলেন জেনে নিন।

সালমান এই ছবিটিকে হিট করানোর জন্য কাস্টিংয়ে কোনও খামতি রাখতে চাননি। ছবিতে সালমান ম্যাজিকের পাশাপাশি রয়েছে দক্ষিণী ম্যাজিক। দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ে থেকে শুরু করে দগ্গুবাতি ভেঙ্কটেশ, এমনকি বিশেষ অতিথি হিসেবে রামচরণও আছেন একটি গানের সিকোয়েন্সে। সেইসঙ্গে টেলিভিশনের ম্যাজিক হিসেবে রয়েছেন শেহনাজ গিল।

SALMAN KHAN

ছবির কাস্টিংয়ে কিন্তু আরও চমক আছে। সালমানের প্রথম সুপারহিট ছবি ‘ম্যায়নে পেয়ার কিয়া’র নায়িকা ভাগ্যশ্রী, তার স্বামী হিমালয় এবং অভিমন্যু দাসানীও বিশেষ ভূমিকায় উপস্থিত রয়েছেন। এই ছবিটির প্রযোজনা করেছে সালমানের নিজস্ব সংস্থা। তারকাদের তাই বেশ মোটা অংকের পারিশ্রমিক দিয়েছেন সালমান। তিনি নিজেই নিয়েছেন ১২৫ কোটি টাকা।

তার নায়িকা পূজা হেগড়ে ছবি থেকে ৬ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন। ছবির আরেক গুরুত্বপূর্ণ অভিনেত্রী শেহনাজ গিল পেয়েছেন ৫০ লক্ষ টাকা। তিনি এর আগে বিগ বস রিয়েলিটি শো’তে অংশ নিয়েছিলেন। সালমানের এই ছবির হাত ধরেই তিনি প্রথমবার বড়পর্দায় পা রাখলেন। ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করলেন তিনি।

SALMAN KHAN 1

সালমানের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন জেসি গিল। তিনি এই ছবি থেকে ৬০ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন। সালমানের আরেক ভাইয়ের চরিত্র ছিলেন রাঘব জুয়াল। তিনি পারিশ্রমিক হিসেবে পেয়েছেন ৭০ লক্ষ টাকা। এই ছবিতে শেহনাজ, রাঘবদের পাশাপাশি অভিনয় করেছেন টেলি অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক। তিনি পেলেন ২০ লক্ষ টাকা।

SALMAN KHAN AND PUJA HEGDE

এছাড়াও ছবিতে রয়েছেন হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ নিগম। তাকে এর আগে বিভিন্ন জনপ্রিয় বিজ্ঞাপনী ব্র্যান্ড থেকে শুরু করে জনপ্রিয় ধারাবাহিকে দেখেছেন দর্শকরা। সেই সঙ্গে তিনি ধুম ৩, মুন্না মাইকেল ছবিতেও ক্যামিও চরিত্রে অভিনয় করেন। তিনি সালমানের ছবিতে অভিনয় করে পেলেন ২০ লক্ষ টাকা।