রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, দেশের সবথেকে সুন্দরী এই IAS অফিসারকে দেখলে ফেরাতে পারবেন না চোখ

সুন্দরী বলতেই সবার সামনে প্রধানত বলিউডের সুন্দরী নায়িকাদের চেহারা ভেসে ওঠে। আর আইএএস (IAS) অফিসার বললেই কঠিন দায়িত্বপ্রাপ্ত গুরুগম্ভীর চেহারা ভেসে ওঠে চোখের সামনে। তবে অনেক সময় আইএএস, আইপিএস মহিলা কিংবা পুরুষ অফিসারদের চেহারা দেখলে নজর ফেরানো যায় না।

ভারতের এমনই একজন সুন্দরী মহিলা আইএএস অফিসার হলেন স্মিতা সবরওয়াল (Smita Sabharwal)। তাকে দেশের সবথেকে সুন্দরী আইএএস অফিসার বলে মনে করা হয়। অসাধারণ সুন্দরী হওয়া সত্ত্বেও তিনি বিনোদনের দুনিয়াতে নাম না লিখিয়ে মন দিয়ে পড়াশোনা করে নিজেকে দেশের সেবার কাজে নিয়োজিত করেছেন।

Smita Shabarwal

মাত্র ২৩ বছর বয়সে আইএএস অফিসারের গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নেন স্মিতা। তিনি পশ্চিমবঙ্গের দার্জিলিঙে জন্মগ্রহণ করেছিলেন। তার জন্ম হয় ১৯৭৭ সালে। ২০০১ সালে তিনি আইএএস অফিসার পদে নির্বাচিত হন। পিপলস অফিসার হিসেবে পরিচিত হয়েছেন তিনি। একজন মহিলা অফিসার হিসেবে এই উপাধি পাওয়া বিশেষ সম্মানের বিষয়।

স্মিতা হলেন প্রথম মহিলা অফিসার যিনি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর দপ্তরের নিয়োজিত হয়েছেন। তিনি ইউপিএসসির মহিলা চাকরিপ্রার্থীদের কাছে অনুপ্রেরণা নন শুধু, গোটা দেশের মহিলাদের কাছে তিনি অনেক বড় অনুপ্রেরণা। ২০০০ এর ব্যাচে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের মধ্যে আইএএস টপার হয়েছিলেন স্মিতা।

Smita Shabarwal

স্মিতা তার কাজের মাধ্যমে সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন। সেবা কার্যে তার ভাবমূর্তিতে জনসাধারণ খুবই খুশি। স্মিতা বিগত ২০ বছরে অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন। তেলেঙ্গানা রাজ্যের অনেক সংস্কারের পেছনে তার ভূমিকা রয়েছে। প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক হিসেবে জনসেবার কাজে নিজেকে নিয়োজিত করেছেন এই‌ সুন্দরী।