নীতা আম্বানির স্কুলের বেতন কত? কোন ১০ তারকা সন্তান এখানে পড়াশোনা করছেন জানেন

Dhirubhai Ambani International School : ভারতবর্ষের বুকে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বেশ নাম ডাক রয়েছে ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের। এখন যার দেখাশোনা করেন মুকেশ আম্বানি (Mukesh Ambani) -র স্ত্রী নীতা আম্বানি (Nita Ambani)। বলিউড তারকাদের তো আবার সন্তানদের জন্য এটাই প্রথম পছন্দের স্কুল। সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনার খরচ হিসেবে বছরে ১ লক্ষ ৭০ হাজার টাকা, অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির জন্য ৪ থেকে ১২ লক্ষ টাকা দিতে হয় এখানে। চলুন জেনে নেওয়া যাক বলিউড (Bollywood) -র কোন কোন তারকা সন্তানরা এখানে পড়াশোনা করেন।

আরাধ্যা বচ্চন এবং আব্রাম খান (Aaradhya Bachchan And AbRam Khan) : অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের একমাত্র মেয়ে আরাধ্যা ও শাহরুখ খানের সর্বকনিষ্ঠ সন্তান আব্রাম খান এখন এই স্কুলের পড়ুয়া। এর আগে শাহরুখের অন্য দুই সন্তান অর্থাৎ সুহানা খান এবং আরিয়ান খানও এখান থেকেই পড়াশোনা করেছিলেন।

Samaira Kapoor And Kiaan Kapoor

সামাইরা কাপুর এবং কিয়ান কাপুর (Samaira Kapoor And Kiaan Kapoor) : করিশ্মা কাপুরের দুই সন্তান কিয়ান এবং সামাইরাও এই স্কুল থেকে পড়াশোনা করেছিলেন। করিশমা কাপুর তার দুই সন্তানকেই ছোট থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিলেন। সঞ্জয় কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর করিশ্মা তার দুই সন্তানকে একাই মানুষ করেছেন।

সারা আলি খান (Sara Ali Khan) : অমৃতা সিং এবং সেইফ আলী খানের মেয়ে সারা আলি খানও ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা করেছেন। এরপর তিনি বিদেশে চলে যান স্নাতক হওয়ার জন্য। তারপর ফিরে এসে তিনি বলিউডে প্রবেশ করেন।

Ananya Panday And Janhvi Kapoor

অনন্যা পান্ডে এবং জাহ্নবী কাপুর (Ananya Panday And Janhvi Kapoor) : চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যাও ধীরুভাই আম্বানি স্কুলের প্রাক্তন ছাত্রী ছিলেন। তার বোন রাইসা এখন এই স্কুলে পড়াশোনা করছেন। এছাড়া শ্রীদেবী এবং বনি কাপুরের দুই মেয়ে জাহ্নবী কাপুর এবং খুশি কাপুরও এই স্কুল থেকে পড়াশোনা করে বিদেশে চলে যান উচ্চ শিক্ষার জন্য।

Hrehaan Roshan And Hridhaan Roshan

আরও পড়ুন : কোটি কোটি টাকার জালিয়াতি! আদালতে ফেঁসে গেলেন জনপ্রিয় এই অভিনেত্রী

রেহান রোশন এবং রিদান রোশন (Hrehaan Roshan And Hridhaan Roshan) : হৃত্বিক রোশন এবং সুজান খানের দুই সন্তান রেহান এবং রিদানও ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র। বর্তমানে তারা এই স্কুলেই পড়াশোনা করছেন।

আরও পড়ুন : ১৪৪ টি সিনেমায় একই চরিত্রে অভিনয় করেন! বিশ্বরেকর্ড গড়েছেন বলিউডের এই অভিনেতা