বর্তমানে বাংলা সিরিয়ালের দারুণ জনপ্রিয় অভিনেত্রী তিনি। আজ থেকে নয়, এই কোন ছোটবেলা থেকে তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত। একটার পর একটা সিরিয়ালে কাজ করে দর্শকদের মন বারবার জয় করেছেন দিতিপ্রিয়া। অপরাজিত থেকে করুণাময়ী রানী রাসমণি, চিরদিনই তুমি যে আমার, দিতিপ্রিয়া রায় বর্তমানে সিরিয়াল, সিনেমা এবং ওটিটিতে খুবই সফল একজন অভিনেত্রী। কিন্তু তার এই সফলতার পেছনে লুকিয়ে আছে একটা কঠিন গল্প।
দিতিপ্রিয়া রায়ের অভিনয় জীবন
২০০৮ সালে দুর্গা সিরিয়ালে শিশু শিল্পীর ভূমিকায় অভিনয় করে দিতিপ্রিয়ার অভিনয় জীবনের শুরুটা হয়। তারপর তিনি স্টার জলসার অপরাজিত সিরিয়ালে যিশু সেনগুপ্তের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। এরপর জি বাংলার করুণাময়ী রানী রাসমণি সিরিয়ালের প্রধান ভূমিকায় অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। এখন তাকে জি বাংলার চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে জিতু কমলের বিপরীতে অভিনয় করতে দেখা যাচ্ছে।
দিতিপ্রিয়া রায়ের জীবন সিনেমার থেকে কম নয়
বর্তমানে দিতিপ্রিয়ার সফল অভিনয় জীবন সকলে দেখছেন। কিন্তু বেশিরভাগ দর্শক এটা জানেন না যে ছোটবেলা থেকেই কী কঠিন লড়াই লড়ছেন তিনি। ক্লাস নাইনে পড়ার সময় থেকেই তাকে সংসারের হাল ধরতে হয়েছিল। একাধারে টেলিভিশনে অভিনয় করার পাশাপাশি তিনি পড়াশোনাও চালিয়ে গিয়েছেন। আসলে তার বাবা অসুস্থ হয়ে পড়েছিলেন খুব। তখন সংসারের দায়িত্ব তাকে নিজের উপর নিতে হয়। তখন তার যে মানসিক অবস্থা গিয়েছে তা কেবল তিনিই জানেন।
আরও পড়ুন : চোর থেকে হলেন ‘রানী রাসমণি’! দিতিপ্রিয়ার ছোটবেলাটা কেমন ছিল? জানলে অবাক হবেন
আরও পড়ুন : বাংলা সিরিয়ালের অভিনেত্রীদের কার বয়স কত, শুনলে বিশ্বাস হবে না আপনার
কিন্তু দিতিপ্রিয়া আজ নিজেকে সফলতার এই পর্যায়ে দেখে খুশি। তিনি আরও বেশি খুশি এই ভেবে যে বাবাকে আজও বাবা বলে ডাকতে পারছেন। সেই সময় সংসারের দায়িত্ব নেওয়ার পাশাপাশি তাকে প্রচুর মানসিক চাপ নিতে হয়েছিল ঘরে বাইরে। কিন্তু আজ তিনি ইন্ডাস্ট্রির একজন সফল অভিনেত্রী। সেই সঙ্গে বাবা-মায়ের সাপোর্ট সিস্টেম। এর থেকে বড় কোনও কিছু হয় না বলেই সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন দিতিপ্রিয়া।