অবশেষে যে ভয়টা ছিল সেটাই সত্যি হল। ডিরেক্টরদের সঙ্গে টেকনিশিয়ানদের ঝামেলা আর কিছুতেই মিটলো না। আলোচনাতেও মিলছে না কোনও সুরাহা। উপরন্তু তিন-তিন জন ডিরেক্টরকে ব্ল্যাকলিস্টে ফেলে দিয়েছেন ফেডারেশনের সদস্যরা। এমতাবস্থায় শুক্রবার থেকেই বন্ধ হয়ে গেল স্টুডিও পাড়া। চরম সিদ্ধান্ত নিয়েই ফেলল ডিরেক্টরস গিল্ড। শুক্রবার থেকে আর কাজে ফিরবেন না ডিরেক্টররা। বৃহস্পতিবার রাতের মিটিংয়ের পর এই সিদ্ধান্তের কথাই জানানো হয়েছে।
পরিচালক সুদেষ্ণা রায় জানিয়েছেন ফেডারেশনকে কাজ শুরু পরিপ্রেক্ষিতে চিঠি লেখা হলেও সেই চিঠির উত্তর দেওয়া হয়নি।। তিন সপ্তাহে তিন পরিচালকের কাজ বন্ধ করা হয়েছে। ব্রডকাস্টারদের চিঠি পাঠালে দুজন ব্রডকাস্টার জানিয়েছেন তারা আলোচনার মাধ্যমে মিটমাটে আগ্রহী, কিন্তু মিটিংয়ে আসেননি। এই মর্মে পরিচালক সুদেষ্ণা রায় বলেছেন যদি পরিচালক ছাড়াই শুটিং চালাতে পারেন ফেডারেশনের সদস্যরা তাহলে তারা সেটাই করুন। তারা কাজ বন্ধ করছেন। ফেডারেশনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অমান্য করার দাবিও তুলছেন পরিচালক সুব্রত সেন।
ফেডারেশনের সঙ্গে টেকনিশিয়ানদের ঝামেলার কারণে শুটিং বন্ধ হয়েছিল কয়েক মাস আগেও। তখন মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছিলেন শুটিং বন্ধ করা যাবে না বলে। কিন্তু দিনে দিনে সমস্যা বেড়েই চলেছে। সাংবাদিকদের কাছে পরিচালকরা যে শর্তগুলি তুলে ধরেছেন সেগুলো হল, “আমাদের সমস্ত দাবিগুলোকে লিখিত আকারে উত্তর দিতে হবে। মিডিয়াতে দেওয়া বা মিটিংয়ে করা মৌখিক প্রতিশ্রুতিতে আমাদের আস্থা নেই। কারণ আমরা দেখেছি জুলাই ২০২৪-এ মাননীয়া মুখ্যমন্ত্রীর দেওয়া নির্দেশ (যে কোনোভাবেই কাজ বন্ধ করা যাবে না) ফেডারেশনের কর্তা ব্যক্তিরা হেলায় অগ্রাহ্য করেছেন।”
আরও পড়ুন : বন্ধের মুখে নিম ফুলের মধু? সিরিয়াল নিয়ে বড় আপডেট দিলেন পর্ণার জেঠি শাশুড়ি ললিতা
আরও পড়ুন : টিআরপিতে মিত্তির বাড়ির জয়জয়কার! কে হল বেঙ্গল টপার? দেখুন টিআরপি তালিকা
আরও বলা হয়েছে, “যে তিনজন পরিচালককে ব্ল্যাকলিস্ট করে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে লিখিতভাবে জানাতে হবে তাঁরা প্রত্যেকে তাদের প্রজেক্ট নির্দ্বিধায় যেন শুরু করতে পারেন। লিখিতভাবে জানাতে হবে যে কোন অবস্থাতে লিখিত বা মৌখিক নির্দেশে কাউকে ব্ল্যাকলিস্ট করা হবে না। লিখিতভাবে জানাতে হবে কোন অবস্থাতে লিখিত বা মৌখিক নির্দেশে কারুর কোন কাজ বন্ধ করা যাবে না। পরিচালক প্রযোজক এবং প্রোডাকশনের তরফ থেকে ফেডারেশনকে টেকনিশিয়ানদের লিস্ট শুটিংয়ের আগে অবশ্যই দেওয়া হবে। কিন্তু সেই লিস্ট দেওয়ার সঙ্গে ফেডারেশনের তরফ থেকে কোন পারমিশন আসার কোন প্রশ্ন থাকবে না। প্রযোজক এবং পরিচালক নির্দ্বিধায় কাজ শুরু করতে পারবেন। লিস্ট নিয়ে কোন সমস্যা থাকলে তা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু কোন অবস্থাতেই কাজ বন্ধের নির্দেশ মৌখিক বা লিখিতভাবে দেওয়া যাবে না। কোনও ব্যক্তি বিশেষ নিয়ে সমস্যা থাকলে তার সংশ্লিষ্ট গিল্ডকে জানাতে হবে। সেই গিল্ড তার সদস্যদের নিয়ে ফেডারেশনের সঙ্গে আলোচনায় বসবে। কিন্তু কোনভাবেই তাঁর কাজ আটকানো যাবে না।”