রাতারাতি ‘জগদ্ধাত্রী’ থেকে বাদ! সরে গেলেন খুবই গুরুত্বপূর্ণ এই সদস্য

জি বাংলার সব থেকে পুরনো সিরিয়াল জগদ্ধাত্রী। তবে পুরনো চাল যেমন ভাতে বাড়ে, ঠিক তেমনভাবেই জগদ্ধাত্রী সিরিয়ালটি দিনে দিনে দর্শকদের আরও মনের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। অন্যান্য সিরিয়ালের মেয়াদ যেখানে কয়েক মাসেই শেষ হয়, জগদ্ধাত্রী সেখানে ব্যতিক্রম। বছরের পর বছর চলছে। তবে এবার জগদ্ধাত্রী থেকে সরে গেলেন গুরুত্বপূর্ণ একজন সদস্য। যার প্রভাব অবশ্যই পড়বে এই সিরিয়ালের কোয়ালিটিতে।

কে ছেড়ে দিলেন জগদ্ধাত্রী সিরিয়াল?

স্নেহাশীষ ভট্টাচার্যের ব্লুজ প্রোডাকশনের আওতায় সম্প্রচারিত হয় জগদ্ধাত্রী। একটানা আড়াই বছর ধরে সম্প্রচারিত হচ্ছে এই সিরিয়াল। কিন্তু এখনো সেরা তিন কিংবা সেরা ৫ এর মধ্যে প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকায় নিজের জায়গা ধরে রাখে জগদ্ধাত্রী। সিরিয়াল হিট হওয়ার পেছনে পরিচালকের একটা বড় অংশ তো থাকেই। জগদ্ধাত্রী থেকে এবার সরে গেলেন এই সিরিয়ালের পরিচালক সুকমল নাথ।

Jagaddhatri

কেন জগদ্ধাত্রী থেকে সরে গেলেন সুকমল নাথ?

সুকমল নাথ এতদিন খুবই দক্ষতার সঙ্গে জগদ্ধাত্রী সিরিয়ালটির পরিচালনা করছিলেন। ‌সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন জগদ্ধাত্রী সিরিয়াল থেকে সরে দাঁড়ানোর কথা। তিনি জগদ্ধাত্রীর একটি পোস্টার শেয়ার করে লিখেছেন, “জগদ্ধাত্রী আমাদের সবার জন্য এক অনন্য কল্পতরু, যে শুধু স্বপ্ন দেখায় না, বাস্তবেও তা পূরণ করে। দর্শকদের সীমাহীন ভালোবাসায় এর জয়যাত্রা অব্যাহত থাকুক। স্নেহাশিস দা-কে আন্তরিক ধন্যবাদ, এমন অসাধারণ এক যাত্রার অংশীদার আমাকে করার জন্য। তবে, প্রতিটি গল্পেরই এক নতুন মোড় থাকে—একটি বিশেষ ব্যক্তিগত কারণে জগদ্ধাত্রী-র সাথে আমার এই পথচলা এখানে শেষ হচ্ছে। খুব শীঘ্রই ফিরবো, নতুন কোনো গল্পের সাথে নতুন রূপে।”

আরও পড়ুন : অঙ্কিতার সঙ্গে ঝগড়া! জগদ্ধাত্রী ছাড়ছেন ‘স্বয়ম্ভু’ সৌম্যদীপ? জল্পনা তুঙ্গে

Jagaddhatri

আরও পড়ুন : শুরুতেই বাজিমাত! পরিণীতাকে কড়া টক্কর পরশুরামের, রইল টিআরপি তালিকা

ইন্ডাস্ট্রিতে গুঞ্জন সুকমল নাথ এরই মধ্যে নতুন সিরিয়ালের অফার পেয়েছেন। তবে তাই জন্য যে তিনি এই সিরিয়ালের পরিচালনা থেকে সরে দাঁড়ালেন এমনটা নয়। সিরিয়ালের সেটের কোনও অভ্যন্তরীণ সমস্যার কারণেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে শোনা যাচ্ছে। সুকমল ছেড়ে দেওয়ার জন্য জগদ্ধাত্রী কি এখনই শেষ হয়ে যাবে? নাকি নতুন কোন পরিচালক সুকমলের জায়গা নেবেন? এখনও এ বিষয়ে নতুন কোনও আপডেট আসেনি।