হাতে নেই কাজ, ডিপ্রেশন কাটাতে নতুন পেশা বেছে নিলেন ‘খুকুমণি’ দীপান্বিতা

বাংলা টেলিভিশনে (Bengali Telivision) টিআরপিই হল সর্বশেষ কথা। যত ভাল সিরিয়ালই হোক না কেন, টিআরপি যদি না থাকে তাহলে সেই ধারাবাহিক বন্ধ করে দিতে বাধ্য হয় চ্যানেল। অথচ টিআরপি ভাল থাকা সত্ত্বেও মাঝপথেই বন্ধ হয়ে যায় স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ‘খুকুমণি হোম ডেলিভারি’ (Khukumoni Home Delivery) ধারাবাহিকটি। চ্যানেলের সঙ্গে প্রযোজনা সংস্থার মনোমালিন্যের জেরে ফল ভুগতে হল কলাকুশলীদের।

‘খুকুমণি হোম ডেলিভারি’ ধারাবাহিকের হাত ধরেই অভিনয় জগতে পথ চলা শুরু করেছিলেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit)। ‘খুকুমণি’ হিসেবে দর্শকরা তার অভিনয়ের প্রশংসায় ছিলেন পঞ্চমুখ। আচমকা ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ায় অবসাদ ঘিরে ধরেছিল তাকেও। তবে তিনি হতাশা আঁকড়ে না থেকে তার কাছে যখন যেমন সুযোগ এসেছে তেমন সুযোগকে হাতিয়ার করে এগিয়ে যাওয়াতে বিশ্বাস। তাই তো সিরিয়ালের প্রস্তাব না থাকলেও তার হাতে এখন একের পর এক কাজ রয়েছে।

Dipanwita Rakshit Exclusive Interview on Tolly Factz

ধারাবাহিকে ‘খুকুমণি’র হাতের রান্নার জাদু দেখেছিলেন দর্শকরা, এবার দীপান্বিতার নাচের প্রতিভা দেখার সুযোগ থাকছে তাদের হাতে। অভিনেত্রী দীপান্বিতা একজন বড় মাপের নৃত্যশিল্পী। তার এই বিশেষ গুণ অজানাই থেকে যেত যদি স্টার জলসার ‘ডান্স ডান্স জুনিয়র’ তাকে মেন্টর হিসেবে না নিত। খোদ দেব দীপান্বিতার নাচ দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

ডান্স ডান্স জুনিয়রের মঞ্চে ছোট ছোট প্রতিযোগীদের প্রতিভা তুলে আনার দায়িত্ব রয়েছে দীপান্বিতার কাঁধে। দীপান্বিতা নিজের একজন প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী। তিনি বহুদিন যাবত নাচের প্রশিক্ষণ নিয়েছেন। সম্প্রতি টলিউড ফোকাস কলকাতা নামের একটি ইউটিউব চ্যানেলে তিনি জানিয়েছেন সিরিয়ালে অভিনয়ে করাকালীন তিনি নাচ মিস করতেন। এখন আবার নাচের মধ্যে ফিরতে পেরে তিনি দারুণ খুশি।

উল্লেখ্য, ‘খুকুমণির নাম ডেলিভারি’র যাত্রা আচমকা বন্ধ হয়ে যাওয়ার পরও কিন্তু বসে ছিলেন না দীপান্বিতা। কয়েক মাসের মধ্যেই তিনি নিজের একটি জিম খুলে ফেলেছেন। তার কথায় সিরিয়ালের দুনিয়াতে একটা সিরিয়াল বন্ধ হয়ে আর একটা সিরিয়ালের কাজ শুরু হওয়ার মাঝে বেশ কয়েকটা মাস ফাঁকা পড়ে থাকে। এই সময়টুকুতে অবসাদে যাতে না ভুগতে হয় তার জন্য তিনি নতুন কাজ শুরু করেন।

শুধু জিম নয়, ভবিষ্যতে নিজের একটি নাচের স্কুল খোলারও পরিকল্পনা রয়েছে দীপান্বিতার। তাই বলে এই নয় যে তিনি সিরিয়ালে আর অভিনয় করবেন না। আসলে অভিনয়ের দুনিয়াটা কিঞ্চিৎ অনিশ্চিত সে কথা দর্শকদেরও জানা। তাই এই পেশার তারকাদের মধ্যে অনেকেই কেউ খুলেছেন জিম, কেউ রেস্টুরেন্ট, কেউ শুরু করেছেন শাড়ি-গয়নার ব্যবসা তো কেউ পার্লারও খুলেছেন।