অত ন্যাকামি করতে পারি না! নাম না করেই মিঠাই-গৌরীকে ধুয়ে দিল খুকুমণি

সদ্য শেষ হয়ে গিয়েছে স্টার জলসার (Star Jalsha) খুকুমণি হোম ডেলিভারি (Khukumoni Home Delivery) ধারাবাহিকটি। খুব অল্প দিনের মধ্যেই সকলের মন জয় করে নিয়েছিল এই ধারাবাহিক। রান্নার মাধ্যমে ভোজনরসিক বাঙালি দর্শকদের মন জিতে নিচ্ছিল খুকুমণি। খুকুমনির চোখা চোখা ডায়লগগুলোও ছিল হিটলিস্টে। কিন্তু আচমকাই চ্যানেলের সিদ্ধান্তে সব শেষ হয়ে গেল। মাত্র ৫ মাসের মাথায় মাঝপথে বন্ধ হয়ে গেল ধারাবাহিক।

এই খবরে স্বভাবতই শুটিং সেটের কলাকুশলী এবং অভিনেতা-অভিনেত্রীরা ভেঙে পড়েছিলেন। শেষ দিনের শুটিংয়ের কান্নায় ভেঙে পড়েছিলেন সকলে। খুকুমণি ওরফে দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit) কিন্তু সকলের সামনে কাঁদেননি। মনে কষ্ট চেপে শুটিং করেছেন। আদতে ক্যামেরার সামনে তাকে যেমন ডাকাবুকো চরিত্রে দেখানো হয় বাস্তবেও সেই শক্তপোক্ত চরিত্রের সঙ্গে তার অনেক মিল রয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে বাড়িতে গিয়ে আপনজনদের কাছে আর কান্না চেপে রাখতে পারেননি তিনি।

Star Jalsha`s Bouma Ekghor will Replace Khukumoni Home Delivery

সম্প্রতি টলি গসিপের কাছে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে মনের আগল খুললেন দীপান্বিতা। অভিনেত্রী জানিয়েছেন এই ধারাবাহিকে অভিনয়ের জন্য তাকে কোনও অডিশন দিতে হয়নি। ব্লুজের কর্ণধার স্নেহাশিস চক্রবর্তী তাকে প্রথম দেখাতেই পছন্দ করেছেন। তবে তার মনে আশঙ্কা ছিল এমন শান্তশিষ্ট মুখের ভাব রয়েছে যে মেয়ের সে এমন ডাকাবুকো চরিত্রে অভিনয় করতে পারবে কি আদেও?

তবে দীপান্বিতা নিজেকে প্রমাণ করেছেন। সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন ধারাবাহিকে পর্দায় তাকে যেমন দেখা যায়, বাস্তবেও তিনি অনেকটা সেরকমই। বাংলা ধারাবাহিকের নায়িকাদের মত তিনি অত ন্যাকামি করতে পারেন না। ছুঁই মুই ব্যাপারগুলোও তার মধ্যে নেই। তাই তিনি মনপ্রাণ ঢেলে দিতে পেরেছিলেন খুকুমণি চরিত্রে।খুকুমণি চরিত্রটির জন্যই তাকে সকলে পছন্দ করতে শুরু করেছিলেন।

এর আগে ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকেও খল নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। যদিও তার ভাগ্য সহায় হল না। চ্যানেল এবং প্রোডাকশন হাউসের ঝামেলার কারণে মাঝপথেই বন্ধ হয়ে গেল ‘খুকুমণি হোম ডেলিভারি’। তবে অভিনেত্রী আশ্বাস দিয়েছেন খুব তাড়াতাড়িই তাকে নতুন কোনও প্রজেক্টে দেখা যাবে। তার আগে আপাতত পরিবার, বন্ধু-বান্ধব এবং পোষ্যদের নিয়ে দিন কাটছে তার।