বহুদিন পর পর্দায় ফিরছে স্টার জলসার এই জনপ্রিয় জুটি

খুকুমণি হোম ডেলিভারির পর আবার পর্দায় ফিরছে খুকুমণি এবং বিহানের জুটি। রাহুল মজুমদার এবং দীপান্বিতা রক্ষিতের এই সিরিয়ালটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সেই সময়। কিন্তু তুমুল জনপ্রিয়তা সত্ত্বেও রাতারাতি এই সিরিয়ালটিকে বন্ধ করে দেওয়া হয়। তবে খুকুমণি এবং বিহানের জুটিটা দর্শকরা আজও মনে রেখেছেন। এতদিন বাদে আবার সিরিয়ালে ফিরতে চলেছেন দীপান্বিতা এবং রাহুল। কোথায় দেখা যাবে তাদের?

ছোট পর্দায় ফিরছেন রাহুল মজুমদার এবং দীপান্বিতা রক্ষিত

খুকুমণি হোম ডেলিভারির পর দীপান্বিতাকে তুঁতে ধারাবাহিকে দেখা গিয়েছিল। তবে টিআরপির অভাবে সেই সিরিয়াল খুব বেশিদিন চলেনি। অন্যদিকে রাহুল অভিনয় করছিলেন হরগৌরী পাইস হোটেলে। সেই সিরিয়ালটি বেশ ভালোই চলেছে। শোনা যাচ্ছিল রাহুল খুব শীঘ্রই নতুন ধারাবাহিকের হাত ধরে ফিরবেন। অবশেষে সেটাই সত্যি হলো।

Khukumoni Home Delivery

কোন সিরিয়ালে দেখা যাবে রাহুল এবং দীপান্বিতাকে?

আসলে সিরিয়ালে নয়, রাহুল এবং দীপান্বিতা জুটি বাঁধবেন একটি শোয়ের জন্য। একটি গানের অনুষ্ঠান নিয়ে ‌তারা আসছেন সানবাংলায়। অনুষ্ঠানের নাম প্রাণের উৎসব। সেখানে সঞ্চালকের ভূমিকায় পাওয়া যাবে তাদের। রাহুল এবং দীপান্বিতা জুটি বেঁধে সঞ্চালনা করবেন এই শো এর জন্য।

আরও পড়ুন : শিশুশিল্পী থেকে সোজা নায়িকা! জি বাংলাতে আসছে নতুন সিরিয়াল

Khukumoni Home Delivery

আরও পড়ুন : নতুন সিরিয়ালের ফিরছেন পল্লবী শর্মা! বিপরীতে থাকবেন এই জনপ্রিয় নায়ক

এই প্রসঙ্গে দীপান্বিতা সংবাদ মাধ্যমের কাছে বলেছেন, “আমি চিত্রনাট্য মুখস্থ করে গড়গড়িয়ে বলে দিতে পারি। নিজে থেকে বাড়তি সংযোজন করতে পারি না। কারণ, আমি ভালো কথা বলতে জানি না। রাহুলদা সেটা খুব ভাল পারে। যে কোনও পরিস্থিতিতেই ঠিক কথা বলে বেরিয়ে আসে। সঞ্চালনায় এই গুণ খুব কাজে আসে।” অন্যদিকে দর্শকরাও চাইছেন তাদের আবার ফিরে পেতে। এই প্রসঙ্গে অভিনেত্রীর জবাব, “আমরাও পরস্পরের সঙ্গ উপভোগ করি। রাহুলদা আমার সঙ্গে কাজ করতে ভালবাসে। আমিও ওর সঙ্গে বেশি স্বচ্ছন্দ। রাহুলদার স্ত্রী প্রীতিদির সঙ্গেও আমার খুব ভাল সম্পর্ক। সেই ছাপটাই পর্দায় পড়ে হয়তো। তাই দর্শকেরা আমাদের আবারও ফিরে পেতে চাইছেন।”