৭০ এর দশকে বলিউডের (Bollywood) জনপ্রিয় জুটি ছিলেন শ্রীদেবী (Sreedevi) এবং মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। একসঙ্গে বহু ছবিতে অভিনয় করেছিলেন তারা। তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি দেখলে দর্শকরা চোখ সরাতে পারতেন না। প্রায় ৪০ বছর পর সেই পুরনো কেমিস্ট্রি আরও একবার ধরা দিল ডান্স বাংলা ডান্সের (Dance Bangla Dance) মঞ্চে।
তবে শ্রীদেবী নন, তার বদলে মিঠুনের সঙ্গে “ম্যায় নাচু তু বংশী বাজা” গানে জমিয়ে নাচলেন মিঠুনের পান্তা ভাতের কুন্ডু (Panta Bhater Kundu) ওরফে দীপান্বিতা কুন্ডু (Dipanwita Kundu)। ডান্স বাংলা ডান্সের নতুন সিজনের অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়েছেন দীপান্বিতা। সাম্প্রতিক এপিসোডে মিঠুনের সঙ্গে তার নাচ দেখে মুগ্ধ হয়ে গেলেন দর্শকরা।
হলুদ রঙের লেহেঙ্গার সাজে এদিন মঞ্চে এসে দাঁড়িয়েছিলেন তিনি। তার নাচের মাধ্যমে দর্শকরা ফিরে পেলেন কয়েক বছর আগের ‘জাগ উঠা ইনসান’ ছবির নায়িকাকে। অবিকল শ্রীদেবীর মত এক্সপ্রেশন তার। দীপান্বিতার ঠুমকায় মুগ্ধ হয়ে চোখ সরাতেই পারছিলেন না কেউ। মিঠুন নিজেও নাচ দেখে নিজেকে সামলাতে পারেননি।
ছবির আসল গানে শ্রীদেবীর নাচের সঙ্গে মিঠুনকে যেভাবে বাঁশি বাজাতে দেখা গিয়েছিল ঠিক একইভাবে এদিনও দীপান্বিতার নাচের সঙ্গে নায়কের মত হাতে বাঁশি ধরেছিলেন মহাগুরু। দীপান্বিতা নাচ দেখে শ্রীদেবীর সঙ্গে তার পুরনো দিনের কথা মনে পড়ে গিয়েছিল নির্ঘাত। তাই তিনি নিজের আবেগ ধরে রাখতে পারেননি।
গত ১১ ই ফেব্রুয়ারি থেকে জি বাংলার পর্দায় শুরু হয়েছে ডান্স বাংলা ডান্স। প্রত্যেক সপ্তাহের শেষ শনি এবং রবিবার কিছু না কিছু ধামাকা নিয়ে হাজির হচ্ছে ডান্স বাংলা ডান্স। তার মধ্যে দীপান্বিতা কুন্ডু নিজেই একটা বড় ধামাকা। বেশ কয়েক বছর আগে যখন তার বয়স ছিল মাত্র সাড়ে তিন বছর, তখনও তিনি ডান্স বাংলা ডান্সের ছোট্ট প্রতিযোগী হয়ে এসেছিলেন।
বহরমপুরের মেয়ে দীপান্বিতা ছোট থেকেই ডান্স বাংলা ডান্সের অন্যতম প্রচারের মুখ। তাই এত বছর বাদেও তিনি যখন এই মঞ্চে প্রতিযোগী হয়ে এলেন তখনও শোয়ের ইউএসপি ধরে রেখেছেন। তাই দীপান্বিতার নাচের পারফরম্যান্সের টুকরো টুকরো ভিডিও রিলের মাধ্যমে সমাজ মাধ্যমে শেয়ার করে চলেছে জি বাংলা।
View this post on Instagram