ডান্স বাংলা ডান্সের (Dance Bangla Dance) ‘পান্তা ভাতের কুন্ডু’কে (Panta Bhater Kundu) নিশ্চয়ই ভুলে যাননি আপনি? আজ থেকে প্রায় ১২ বছর আগে জি বাংলার (Zee Bangla) এই নাচের রিয়েলিটি শোতে মাত্র পাঁচ বছরের ছোট্ট একটি মেয়ের অসাধারণ নাচের পারফরম্যান্স, চোখ-মুখের ভঙ্গিমা ও মহাগুরু মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) সঙ্গে খুনসুটি করে দর্শকদের মন জিতে নিয়েছিল। এত বছর বাদে আবার সে ফিরল ডান্স বাংলা ডান্সের মঞ্চে।
১২ বছর আগে মিঠুন চক্রবর্তী ভালবেসে যাকে নাম দিয়েছিলেন ‘পান্তা ভাতের কুন্ডু’ তার আসল নামটি হল দীপান্বিতা কুন্ডু (Dipanwita Kundu)। এই শোয়ের পর আর সেভাবে তাকে কখনও টেলিভিশনের পর্দায় দেখা যায়নি। তবে সোশ্যাল মিডিয়াতে তার অনেক জনপ্রিয়তা রয়েছে। মাঝেমধ্যেই সেখানে তার বিভিন্ন নাচ ভাইরাল হয়। তবে এবার ফের একবার ডান্স বাংলা ডান্সের মঞ্চে দীপান্বিতার নাচ দেখার সুযোগ হল দর্শকদের।
সম্প্রতি টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে ডান্স বাংলা ডান্সের নতুন সিজন। শুরুর দিনেই মহাগুরু মিঠুন চক্রবর্তীর সামনে এনে হাজির করা হয় দীপান্বিতাকে। সম্প্রতি জি বাংলার তরফ থেকে একটি প্রোমো শেয়ার করা হয়েছিল। সেখানে দেখা যাচ্ছে বিচারকদের সামনে দীপান্বিতা নিজের নৃত্য পরিবেশন করছেন।
‘ও মেরে রাজকুমার’ নামের পুরনো দিনের একটি হিন্দি গানের তালে তালে নেচে ডান্স বাংলা ডান্সের মঞ্চ রীতিমত মাতিয়ে দিয়েছেন দীপান্বিতা। দর্শক থেকে শুরু করে বিচারকরা সকলেই তার এই নাচ দেখে দারুণ খুশি হয়েছেন। মিঠুন চক্রবর্তী তো এত বছর বাদে তার ‘পান্তা ভাতের কুন্ডু’কে দেখে চমকেই গিয়েছিলেন। তিনি বলে ওঠেন, “আরে পান্তা ভাতের কুন্ডু তুই!”
এই প্রোমো ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেই দারুণ প্রশংসা করছেন দর্শকরা। এত বছর বাদে দীপান্বিতাকে দেখে চমকে গিয়েছেন তারাও। ১২ বছর আগে ছোটখাটো মিষ্টি যে মেয়েটি তার নাচ ও আধো আধো কথার মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছিল সে আবার ফিরে এসেছে। তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দর্শকরা।
যদিও শুরুতেই ট্রোলের মুখে পড়ে গিয়েছেন শোয়ের বিচারকরা। আগেরবারের মতো এবারেও এই অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জী এবং শুভশ্রী গাঙ্গুলী। সেই সঙ্গে মুম্বাই থেকে হাজির হয়েছেন মৌনি রায়। দীপান্বিতার নাচের সঙ্গে শুভশ্রীর চিৎকার শুনে ট্রোল করছেন নেটিজেনদের একাংশ। তবুও দর্শকরা আশা করছেন গত কয়েক সিজনের মত এই সিজনেও ডান্স বাংলা ডান্সের এই প্রতিযোগিতা তাদের নিরাশ করবে না।