২১শেই থেমে গেল জীবন, মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় ইউটিউবার

Popular Youtuber`s Death On Bike Accident : বিশেষ ভাবে সক্ষম অমিত মন্ডল (Amit Mandal) প্রাণ হারিয়েছিলেন পথ দুর্ঘটনায়। সেই স্মৃতি এখনও টাটকা। তার মাঝেই ফের মর্মান্তিক মৃত্যু হল এক জনপ্রিয় কমেডিয়ান (Commedian) তথা ইউটিউবারের (Youtuber)। সোমবার বাইক দুর্ঘটনায় প্রয়াত হলেন ২১ বছরের ইউটিউবার দেবরাজ প্যাটেল (Devraj Patel)। ছত্তিশগড়ের রায়পুরে এক বাইক দুর্ঘটনায় (Bike Accident) তার মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।

দেবরাজের জন্ম ছত্তীসগঢ়ের মহাসমুন্দ জেলার বাগবাহরা ব্লকের ডাবপালি এলাকায়। কোভিডের লকডাউন আবহে তাঁর ‘দিল সে বুরা লগতা হ্যায়’ (Dil Se Bura Lagta Hai) ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। ২০২০ সালে দেবরাজের ওই ভিডিয়ো এবং সংলাপ তাকে খ্যাতি এনে দিয়েছিল।

Devraj Patel

দেবরাজ বেশি পরিচিত ছিলেন তার হাস্যরসের জন্য। যে রসে মেতেছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল-ও। দেবরাজের ইউটিউব চ্যানেলে ফলোয়ারের সংখ্যা ছিল প্রায় সাড়ে ৪ লক্ষ। ইনস্টাগ্রামে তার অনুগামীর সংখ্যা প্রায় ৫৭ হাজার। ইউটিউব-সহ অন্যান্য সমাজমাধ্যম থেকে তিনি আয় করতেন লক্ষ লক্ষ টাকা।

জানা গেছে, এদিন রায়পুরে একটি ভিডিও শুট করতে যাচ্ছিলেন দেবরাজ। সঙ্গে ছিলেন তার এক বন্ধুও। বাইক চালাচ্ছিলেন তিনিই। তখনি পেছন থেকে দ্রুত গতিতে আসা এক ট্রাক ধাক্কা মারে তাদের বাইকে।ধাক্কায় ছিটকে পরেন তিনি, ট্রাকের চাকায় পিষে যায় মাথা এবং শরীরের অন্যান্য অংশ।

Devraj Patel

তত্‍ক্ষণাত্‍ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্‍সকেরা তাকে মৃত বলে জানান। তবে তার বন্ধু প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছেন।শেষ পাওয়া খবর অনুযায়ী, পুলিশ তদন্ত শুরু করেছে। আটক করা হয়েছে ওই ট্রাকের চালক এবং ট্রাকটিকেও।

আরও পড়ুন : একটা ভিডিও থেকে কত টাকা আয় করেন ক্যারিমিনাতি? জানলে কর্পোরেটরাও লজ্জা পাবে

দেবরাজের অকালমৃত্যুতে শোকের পরিবেশ তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল একটি টুইটে শোকপ্রকাশ করে লিখেছেন, ‘দিল সে বুড়া লাগতা হ্যায় বলে কোটি কোটি মানুষের মনে জায়গা করা, আমাদের সবার মুখে হাসি ফোটানো দেবরাজ পটেল আজ আমাদের মধ্যে নেই। এত কম বয়সে এমন অদ্ভূত প্রতিভার অকালে হারিয়ে যাওয়া খুবই দুঃখজনক। ঈশ্বর ওনার পরিবার ও অনুরাগীদের শোক সামলাবার ক্ষমতা দিক। ওম শান্তি’।

আরও পড়ুন : ট্যাক্স ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা আয়! ৯ ইউটিউবারের বাড়িতে হানা দিল আয়কর দপ্তর