প্রকাশ্যে এসেছে এই সপ্তাহের টিআরপি তালিকা। বাংলা সিরিয়ালের টিআরপির পাশাপাশি এই তালিকা থেকে বিভিন্ন রিয়ালিটি শোয়ের টিআরপিও জানা যায়। বাংলার তাবড় তাবড় রিয়েলিটি শোগুলোর মধ্যে এখন অন্যতম জি বাংলার (Zee Bangla) দিদি নাম্বার ওয়ান (Didi No 1)। তৃণমূলের নবীন সাংসদ রচনা ব্যানার্জীর (Rachna Banerjee) এই রিয়েলিটি শো এই সপ্তাহে বেশ কম নম্বর পেয়েছে। আর তাই দেখেই চ্যানেলের কপালে পড়েছে চিন্তার ভাঁজ।
বিগত বেশ কিছুদিন ধরেই রচনা ব্যানার্জীকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে চরম সমালোচনা চলছে। প্রসঙ্গ, আর জি কর মেডিকেল কলেজের নৃশংস ঘটনা। যে ঘটনার পরিপ্রেক্ষিতে একটি ভিডিও শেয়ার করেছিলেন রচনা। সেই ভিডিওতে তাকে কাঁদতে দেখে ‘কুমিরের কান্না’ বলতে শুরু করেন নেটিজেনরা। তবে এতে কিন্তু শেষ রক্ষা হয়নি। উঠতে থাকে দিদি নাম্বার ওয়ান বয়কট করার ডাক।
এদিকে এই ঘটনার পর সদ্য প্রকাশ পেয়েছে টিআরপি তালিকা। তাতে দেখা যাচ্ছে দিদি নাম্বার ওয়ানের নাম্বার কিন্তু সত্যিই বেশ কমেছে। গত ৮ই আগস্ট সানডে স্পেশাল ধামাকায় ৫.৩ নম্বর এবং সপ্তাহের অন্যান্য দিন ২.৪ নম্বর পেয়েছিল দিদি নাম্বার ওয়ান। ১৬ ই আগস্ট পেয়েছিল ৫.৭। কিন্তু এই সপ্তাহে দেখা যাচ্ছে ৪.৭ নম্বর পেয়েছে এই শো। টিআরপি প্রায় ১ পয়েন্ট কমে গিয়েছে।
সোশ্যাল মিডিয়াতে যেমন ভাবে দিদি নাম্বার ওয়ান বয়কট করার ডাক উঠছে, তাতেই কার্যত অশনি সংকেত দেখছেন ভক্তরা। চরম সমালোচনার মুখে পড়ছেন রচনা ব্যানার্জী। এদিকে আবার আরজি করের ঘটনার কারণে সম্প্রতি দিদি নাম্বার ওয়ানের অডিশনও বন্ধ হয়। যে জায়গাতে অডিশন হওয়ার কথা ছিল সেই স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে চিঠি মারফত চ্যানেলের কাছে অডিশন বাতিলের অনুরোধ করা হয়।
আরও পড়ুন : ওভার অ্যাক্টিংয়ে রচনাকেও ছাড়িয়ে গেলেন! আরজি কর প্রসঙ্গে ঋতুপর্ণাকে ধুয়ে দিল নেটপাড়া
আরও পড়ুন : আরজি কর কাণ্ডের জের! বন্ধ হয়ে গেল রচনার ‘দিদি নাম্বার ওয়ানে’র অডিশন
উল্লেখ্য, ২০২৪ সালে তৃণমূল শাসক দলের হয়ে ভোটে জিতেছেন রচনা ব্যানার্জী। এখন তিনি লোকসভার একজন সদস্যা। ভোটে জেতার আগে থেকেই নানাভাবে ট্রোলের মুখে পড়তে হচ্ছিল তাকে। ভোটে জিতে যাওয়ার পরেও ট্রোলিং কমছে না। আর জি কর প্রসঙ্গে ভিডিও শেয়ার করার পর নেট নাগরিকরা তার চরম সমালোচনা করেন।