Uttam Kumar and Supriya Devi : টলিউড (Tollywood) -এ উত্তম সুচিত্রা জুটির পর, দর্শকদের বেজায় পছন্দ ছিল উত্তম সুপ্রিয়া জুটির। একসঙ্গে অনেক ছবি করেছেন তারা। তবে সুপ্রিয়া দেবী (Supriya Devi) -ই একমাত্র নায়ক উত্তম কুমার (Uttam Kumar) পাশাপাশি একান্ত আপন করে পেয়েছিলেন ব্যক্তি উত্তমকে। উত্তম-সুপ্রিয়ার সম্পর্ক একটা সময় বাংলা সিনেমা জগতের হট টপিক ছিল। কিন্তু সবার মনে একটায় প্রশ্ন উঁকি সত্যিই কি সুপ্রিয়া দেবীকে বিয়ে করেছিলেন উত্তম কুমার? চলুন আজকে জেনে নিই সত্যিটা।
১৯৬০ সালে মুক্তি পায় উত্তম-সুপ্রিয়া জুটির ব্যবসা সফল ছবি ‘শুন বরনারী’। সহশিল্পী হিসেবে দুজন মানুষের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব, জন্ম নেয় প্রেম। এই নিয়ে গৌরী দেবীর সঙ্গে উত্তম কুমারের দাম্পত্য কলহ চরম আকার ধারণ করে। ১৯৬৩ সালের ২৬শে সেপ্টেম্বর গিরীশ মুখার্জি রোডের পৈতৃক বাসভবন থেকে উত্তম কুমার চলে আসেন সুপ্রিয়া দেবীর ময়রা রোডের ফ্ল্যাটে। জীবনের বাকি সতেরটি বছর তিনি সুপ্রিয়া দেবীর সঙ্গেই অতিবাহিত করেন।
উত্তম কুমারের লেখা বই আমার আমিতে তিনি নিজেই লিখেছিলেন, সুপ্রিয়া দেবীর সেবা যত্নে কীভাবে তিনি ধীরে ধীরে সব যন্ত্রণা কাটিয়ে উঠছিলেন। কীভাবে সুপ্রিয়া দেবীর আশ্রয় তাকে শান্তির খোঁজ দিয়েছিল। তবে একটা কথা উল্লেখ করতে ভোলেননি উত্তম কুমার, তিনিন সুপ্রিয়া দেবীকে ঠকাতে চাননি।
অন্যদিকে, সুপ্রিয়া দেবীর স্মৃতিকথা ‘আমার জীবন আমার উত্তম’ থেকে জানা যায়, ১৯৬২ সালের ২রা ডিসেম্বর তাদের বিয়ে হয় ধর্মীয় আনুষ্ঠানিকতায়। বিয়েতে সুপ্রিয়ার বাবাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও উত্তম কুমারের কয়েকজন বন্ধুও ছিলেন। ৫ই ডিসেম্বর তারা বিবাহত্তোর অনুষ্ঠানের আয়োজন করেন যেখানে চলচ্চিত্র জগতের প্রচুর অতিথির সমাগম হয়। তবে গৌরী দেবীর সঙ্গে আইনগতভাবে বিচ্ছেদ না হওয়ায় তারা রেজিস্ট্রি করতে পারেননি।
তবে সামাজিক ভাবে বিয়ে হলেও উত্তম-সুপ্রিয়া দেবীর সেই বিয়ে মান্যতা পায়নি সমাজের চোখে। উত্তম কুমারের কাছে সম্মান, স্বীকৃতি পেলেও তৎকালীন বাঙালি সমাজের কাছে অনেক অপবাদ ও লোকনিন্দা সহ্য করতে হয়েছে উত্তম কুমার ও সুপ্রিয়া দেবীকে। এমনকি সুপ্রিয়া দেবীকে উত্তম কুমারের রক্ষিতা হিসাবেও তকমা পেতে হয়েছিল। কিন্তু তাদের প্রেম যে সত্যিই চিরদিনের তা প্রমাণিত হয়েছে।
আরও পড়ুন : বাদ পড়লেন শুভশ্রী, জি বাংলার মহালয়ায় এবার দূর্গা হচ্ছেন এই অভিনেত্রী
বিয়ের পরও অনেক ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। উত্তম-সুপ্রিয়া অভিনীত ‘চিরদিনের’, ‘বনপলাশীর পদাবলী’, ‘কাল তুমি আলেয়া’, ‘লাল পাথর’, ‘শুন বরনারী’, ‘মন নিয়ে’, ‘শুধু একটি বছর’, ‘সন্ন্যাসী রাজা’ ইত্যাদি সিনেমা ব্যবসাসফল হওয়ার পাশাপাশি সমালোচকদের প্রশংসাও পায়। বিশেষ করে ‘চিরদিনের’ উত্তম-সুপ্রিয়া অভিনীত দারুণ রোমান্টিক ছবি।
আরও পড়ুন : চিরতরে ছেড়েছেন অভিনয়, মহাভারতের ‘শ্রীকৃষ্ণ’ এখন কোথায়, কী করছেন জানেন?