বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial) অভিনেতা এবং অভিনেত্রীদের কৃতিত্বকে সম্মান জানাতে মাঝেমধ্যেই বিভিন্ন সংস্থার তরফ থেকে তাদের নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখান থেকে বিভিন্ন বিভাগে পুরস্কার তুলে দেওয়া হয় যোগ্যদের হাতে। এবার যেমন কলকাতার টেলি সিনে অ্যাওয়ার্ড ২০২২ (Kolkata Telly Cine Awards) এর তরফ থেকে শ্রেষ্ঠ অভিনেতা এবং অভিনেত্রীদের বিশেষ পুরস্কারে সম্মানিত করা হল।
স্টার জলসা (Star Jalsha), জি বাংলা, কালার্স বাংলা, সান বাংলা, আকাশ আট, বাংলার এই শ্রেষ্ঠ চ্যানেলগুলোতে একাধিক জনপ্রিয় ধারাবাহিক চলছে এখন। সমস্ত ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে অলিখিত প্রতিদ্বন্দ্বিতা। সেরা হওয়ার লড়াইয়ে প্রধানত স্টার জলসা এবং জি বাংলাই এগিয়ে রয়েছে। স্টার জলসা এবং জি বাংলার সিরিয়ালের শ্রেষ্ঠ অভিনেতাদের মধ্যে গৌরব চ্যাটার্জী, দিব্যজ্যোতি দত্ত (Dibyajyoti Dutta), আদৃত রায়, প্রতীক সেনদের নাম না নিলেই নয়।
এতদিন প্রধানত বাংলা সিরিয়ালের শ্রেষ্ঠ অভিনেতা হওয়ার লড়াইয়ে এগিয়ে থেকেছেন ‘মিঠাই’ সিরিয়ালের নায়ক আদৃত রায়। বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার উঠেছে তার হাতে। এবার এই সুযোগ ফসকে গেল তার হাত থেকে। বদলে পুরস্কার পেলেন স্টার জলসার জনপ্রিয় একজন নায়ক। না, তিনি ‘গাটছড়া’ সিরিয়ালের ঋদ্ধিও নন। তিনি আর কেউ নন, ‘অনুরাগের ছোঁয়া’র সূর্য ওরফে দিব্যজ্যোতি দত্ত।
বর্তমানে জনপ্রিয় বাংলা সিরিয়ালের মধ্যে অনুরাগের ছোঁয়া বাকিদের টপকে এগিয়ে রয়েছে। এখন গাঁটছড়া, মিঠাইয়ের থেকেও জনপ্রিয়তা বেড়ে গিয়েছে এই সিরিয়ালের। সূর্য-দীপার কেমিস্ট্রি, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি, সোনা-রূপার জন্ম থেকে বড় হওয়া, সূর্য-দীপার মধ্যে দূরত্ব মেটাতে সোনা-রূপার ভূমিকা এসব নিয়ে গল্প এখন তরতরিয়ে এগোচ্ছে। দীপার চরিত্রে স্বস্তিকা ঘোষ এবং সূর্য চরিত্রের দিব্যজ্যোতি দত্ত দারুণ অভিনয় করছেন।
View this post on Instagram
এবার সেই কৃতিত্বের জন্য ছোট পর্দার সূর্যের হাতে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার তুলে দিলেন আয়োজকরা। উল্লেখ্য এর আগে জয়ী, চুনি পান্না, দেশের মাটি সিরিয়ালে অভিনয় করে নজর কেড়েছিলেন দিব্যজ্যোতি। প্রত্যেকটি সিরিয়ালেই তার অভিনয় ছিল নজরকাড়া। অনুরাগের ছোঁয়াতেও নজর কাড়ছে ‘ডাক্তার সূর্য’। দর্শকদের মধ্যে ব্যাপক চর্চা হচ্ছে তাকে নিয়ে।
উল্লেখ্য, এই অনুষ্ঠানে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগের পুরস্কার পেয়েছেন অন্বেষা হাজরা। ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। চুনি পান্না ধারাবাহিকে দিব্যজ্যোতি এবং অন্বেষা একসঙ্গে জুটি বেঁধেছিলেন। তাদের জুটিটা বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শ্রেষ্ঠ অভিনেতা এবং অভিনেত্রী বিভাগে পুরস্কার পেয়েছেন তারাই।