ইদানিং বাংলা টেলিভিশন থেকে বহু অভিনেতা এবং অভিনেত্রীর উত্থান হচ্ছে সিনেমা জগতে। রোহন ভট্টাচার্য, সৌমিতৃষা কুন্ডু, শোলাঙ্কি রায়, ইধিকা পাল, বিক্রম চ্যাটার্জীর পর এবার স্টার জলসার আরও এক অভিনেতার জন্য এলো সুবর্ণ সুযোগ। একেবারে সরাসরি সৃজিত মুখার্জির সিনেমার হাত ধরে তার অভিষেক হতে চলেছে বাংলা সিনেমায়। তিনি কে জানেন? দিব্যজ্যোতি দত্ত।
সৃজিত মুখার্জির লহ গৌরাঙ্গের নাম রে সিনেমার নায়ক হবেন দিব্যজ্যোতি
সৃজিত মুখার্জি বর্তমানে তার আসন্ন সিনেমায় কাজ নিয়ে খুব ব্যস্ত। তিনি এবার চৈতন্যদেবের জীবনী নিয়ে বাংলাতে চলেছেন লহ গৌরাঙ্গের নাম রে নামের একটি সিনেমা। এই সিনেমাতে নায়ক হতে চলেছেন স্টার জলসার অনুরোধের ছোঁয়া সিরিয়ালের সূর্য ওরফে দিব্যজ্যোতি দত্ত। এই সিনেমার হাত ধরে টলিউডে প্রবেশ করতে চলেছেন দিব্যজ্যোতি। যদিও দিব্যজ্যোতির আগে আরও বেশ কয়েকজন অভিনেতার কাছে গিয়েছিল এই সিরিয়ালের প্রস্তাব।
সৃজিত মুখোপাধ্যায় এই সিরিয়ালের পরিচালনা করবেন এবং প্রযোজনার দায়িত্বে রয়েছেন রাণা সরকার এবং এফভিএফ। চৈতন্য মহাপ্রভুর চরিত্রের জন্য এতদিন সঠিক মুখ খুঁজে পাচ্ছিলেন না সৃজিত। এর আগে প্রস্তাব গিয়েছিল অভিনেতা রাহুল দেব বোসের কাছে। রাহুলের সঙ্গে প্রাথমিক কথাও হয়ে গিয়েছিল তার। কিন্তু রাহুল এখন ব্যস্ত নেটফ্লিক্সের ‘খাকি দা বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজের কাজের জন্য। তাই তার বদলে দিব্যজ্যোতিই পেলেন এই সুবর্ণ সুযোগ।
আরও পড়ুন : মাত্র ১ বছর বয়সেই অভিনয়ে পা! সিরিয়ালে অভিনয় করছে রাজ-শুভশ্রীর মেয়ে ইয়ালিনী?
আরও পড়ুন : বাংলাদেশী নায়িকারা কে কত টাকা নেন? কার পারিশ্রমিক সবথেকে বেশি?
এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের কাছে রাহুল বলেছেন, “এই ছবির পরিকল্পনা তো বেশ কয়েক বছর আগে হয়েছিল। তখন ২০১৮-১৯ সাল। এটা তখনকার কথা। হ্যাঁ, একটা প্রাথমিক আলোচনা হয়েছিল। তখন আমি সবে কয়েকটা ধারাবাহিকে অভিনয় করছি, নতুন মুখ-ই বলা যেতে পারে। সেই সময়ে সৃজিৎদা আমাকে বলেছিলেন, ‘মহাপ্রভুর ভূমিকায় তোমার কথা ভাবছি।’ এটুকুই…এর চেয়ে বেশি কিছু না। আর চৈতন্যর ভূমিকায় অভিনেতার লুক ও শারীরিক গঠন নিয়ে সৃজিতদার একটি পাকাপোক্ত ধারণা রয়েছে। এইমুহূর্তে সেই ভাবনার লুকের সঙ্গে আমি খাপ খাই না। তাছাড়া, ফের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ নিয়ে যখন তোড়জোড় শুরু হল, তখনও যে আমাকে ফের ডাকা হয়েছিল,এমনটাও কিন্তু নয়। ওই বছর কয়েক আগেই যতটুকু কথা হয়েছিল, ব্যস!”