৬ সন্তান থাকতেও বুড়ো বয়সে একা, কেউ দেখার নেই! আক্ষেপে মুখ খুললেন ধর্মেন্দ্র

বলিউড (Bollywood) -র অন্যতম এক সুপারস্টার ফ্যামিলি হল দেওল পরিবার (Deol Family)। এই পরিবারের বর্ষিয়ান সদস্য ধর্মেন্দ্র (Dharmendra) থেকে শুরু করে তার দুই ছেলে সানি দেওল (Sunny Deol), ববি দেওল (Bobby Deol) ও তাদের ছেলেরাও এখন বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন। ধর্মেন্দ্রর দুটি বিয়ে মিলিয়ে তার ৬ সন্তান। তবে এতজন থাকতেও এই বলিউড তারকা বুড়ো বয়সে একা। একটি সাক্ষাৎকারে একবার এই বিষয়ে মুখ খুলেছিলেন অভিনেতা।

ধর্মেন্দ্রর প্রথম পক্ষের স্ত্রী প্রকাশ কৌর (Prakash Kaur)। তাদের চার সন্তান রয়েছেন। তারা হলেন সানি দেওল, ববি দেওল এবং দুই কন্যা সন্তান অজিতা এবং বিজিতা। প্রকাশ কৌরকে ডিভোর্স না দিয়েই ধর্মেন্দ্র বিয়ে করেন হেমা মালিনী (Hema Malini) -কে। হেমা এবং ধর্মেন্দ্রর প্রেম কাহিনী কোনও সিনেমা থেকে কিছু কম ছিল না। দুই পরিবারের তরফ থেকেই এই বিয়েতে প্রবল আপত্তি উঠেছিল। কিন্তু ধর্মেন্দ্র ও হেমা বিয়ে করেছিলেন সব বাধা পেরিয়ে।

DHARMENDRA AND HEMA

বিয়ের পর ধর্মেন্দ্র ও হেমার দুই কন্যা সন্তানের জন্ম হয়। তারা হলেন অহনা এবং এশা। কিন্তু ছয়-ছয়টি সন্তান থাকা সত্ত্বেও বুড়ো বয়সে নাকি ধর্মেন্দ্রকে দেখার মত কেউ নেই। সানি-ববি থেকে শুরু করে এশা, অহনা, কেউই নাকি বাবা-মায়ের দায়িত্ব নেননি। মুম্বাই থেকে দূরে একটি ফার্ম হাউসে এখন একাই থাকেন ধর্মেন্দ্র। তিনি তার সন্তানদের উপর নির্ভরশীল নন।

শুধু সন্তানরা নন, ধর্মেন্দ্রর থেকে নাকি আলাদা হয়ে গিয়েছেন হেমাও। কিছুদিন আগেই মুম্বাইয়ের বেশ কিছু সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি করা হতে থাকে ধর্মেন্দ্র ও হেমা নাকি একসঙ্গে এক ছাদের তলায় থাকেন না। হেমা একটি সাক্ষাৎকারে তাদের পারিবারিক জীবনের এই সিক্রেটটা নিজেই ফাঁস করেন। তিনি বলেন তার আলাদা বাড়ি রয়েছে। তিনি নিজের বাড়িতেই থাকতে পছন্দ করেন।

Hema Malini

হেমা মালিনী নিজেকে নারীবাদের প্রতীক বলে মনে করেন। আর সেই কারণেই তিনি ধর্মেন্দ্রর বাড়িতে থাকতে পছন্দ করেন না। তিনি সাক্ষাৎকারে বলেছেন, “নারীবাদের প্রতীক! আসলে এমনটা কেউ চায় না। এটা আসলে ঘটে যায়। যা হয় আপনাকে মেনে নিতেই হবে। অন্যথায় কেউ এটা বুঝবেন না যে তারা জীবনে এভাবে বাঁচতে চায় না। প্রতিটি নারী চায় যে একটা স্বাভাবিক পরিবারের মত তারও স্বামী ও সন্তান হোক। কিন্তু কোথাও এটা সেইসবের বাইরে চলে গিয়েছে।”

HEMA MALINI

আরও পড়ুন : শাহরুখ নন, গৌরী খানের প্রথম স্বামী আসলে কে? জানলে ঘুরে যাবে মাথা

উল্লেখ্য, ধর্মেন্দ্র এবং হেমার ৩০ বছরের সংসার। বিগত বেশ কিছু সময় ধরে আলাদাই থাকছেন দুজনে। হেমার কথায়, এতে কোনও খারাপ অনুভূতি নেই। এটা নিয়ে কোনও খারাপ লাগা বা দুঃখ প্রকাশ আমি করছি না। আমি নিজেকে নিয়ে খুশি। আমার দুই সন্তান আছে আমি ওদের খুব ভালো করে মানুষ করেছি। অবশ্যই ধর্মেন্দ্র সবসময় আমার সঙ্গে সেখানে ছিলেন।”

আরও পড়ুন : ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত সঞ্চালক, Big Boss থেকে সালমানের পারিশ্রমিক শুনলে আঁতকে উঠবেন