বিয়ের ৪ বছরের মাথায় ভাঙলো সংসার! ডিভোর্সের পথে ধনশ্রী এবং যুজবেন্দ্র চাহাল

বিয়ের ৪ বছরেই সংসার ভাঙলো যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এবং ধনশ্রী বর্মার (Dhanashree Verma)। পেশাগত জীবনের পর এবার যুজি চাহালের ব্যক্তিগত জীবনেও উঠল ঝড়। ডিভোর্সের পথে এই ভারতীয় স্পিনার। আর কোনও জল্পনা নয়, বিচ্ছেদের খবরে নিজেরাই সীলমোহর দিলেন এই তারকা জুটি।

বিগত বেশ কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে যুজবেন্দ্র এবং ধনশ্রীর সম্পর্কের ফাটলের কথা। পেশায় চিকিৎসক, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং নৃত্যশিল্পী ধনশ্রী বর্মাকে ২০২০ সালে বিয়ে করেছিলেন যুজবেন্দ্র। তাদের প্রথম আলাপ হয় নাচের মারফত। ধনশ্রীর কাছে নাচ শিখতে চেয়ে যোগাযোগ করেছিলেন যুজি। সেই থেকে তাদের আলাপ হয়। তারপর প্রেম। এরপর ধুমধাম করে বিয়েও করে নেন দুজনে।‌ কিন্তু তাল কাটলো ২০২৩ সাল থেকে।

Dhanashree Verma Yuzvendra Chahal

২০২৩ সাল থেকেই এই তারকা দম্পতির সম্পর্কের টানাপোড়ের নিয়ে জোর চর্চা শুরু হয়। ২০২৫ সালের শুরুতেই সোশ্যাল মিডিয়াতে একে অপরের সঙ্গে তোলা সব ছবি মুছে ফেললেন তারা। শুধু তাই নয়, ইনস্টাগ্রামে একে অপরকে আনফলোও করে দিয়েছেন।

আরও পড়ুন : কার সঙ্গে প্রেম করছে নুসরাতের প্রাক্তন স্বামী? কে এই অভিনেত্রী?

Dhanashree Verma Yuzvendra Chahal

আরও পড়ুন : বাবার বয়সী নায়কের সঙ্গে নোংরা নাচ! ঊর্বশী রাউটেলাকে দেখে ছিঃ ছিঃ করছে নেটপাড়া

উল্লেখ্য, যুজবেন্দ্রের কেরিয়ার বর্তমানে একেবারেই ভাল যাচ্ছে না। টিম ইন্ডিয়া থেকে বাদ পড়েছেন তিনি। বিসিসিআইয়ের সেন্ট্রাল কন্টাক্টেও তার জায়গা হয়নি। তার উপরে আবার ব্যক্তিগত জীবনে এই ঝঞ্ঝাট। সম্পর্কের শুরু থেকেই সুন্দরী বউ নিয়ে অনেক কটাক্ষ হজম করতে হয়েছে যুজবেন্দ্রকে। আবার তাদের ডিভোর্স নিয়েও চর্চা ছিল তুঙ্গে। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে বিচ্ছেদের পথেই হাঁটলেন দুজনে।