আসছে বড় ধামাকা! অভিনয় ছেড়ে নতুন অবতারে ফিরছেন সুপারস্টার দেব

খাদানের পর এবার কোন চমক দিতে চলেছেন দেব (Dev)? খাদানের থেকেও বড় ধামাকা ছবি বানানোর প্রস্তুতি নিয়ে ফেললেন টলিউডের রাজার রাজা দেব। তবে এবার আর শুধু অভিনেতা কিংবা প্রযোজক হিসেবে নয়, দেবকে এবার দেখবেন নতুন অবতারে। আরও বড় কিছু করার প্ল্যানিং রয়েছে দেবের। টলিউডের অন্দরে এই নিয়ে চলছে জোরদার আলোচনা।

কথা দিয়েছিলেন আগেই, খাদান সফল হলে এর থেকে বড় কিছু তিনি উপহার দেবেন প্রতিদানে। খাদানের সফলতায় মুখর টলিউড। কিন্তু এখনই বিশ্রামের সময় নেই দেবের। আপাতত তার মাথায় রয়েছে আসন্ন রঘু ডাকাত (Raghu Dakat) সিনেমার প্লট। খাদানের পাশাপাশি রঘু ডাকাত সিনেমাটিকে নিয়েও বেশ চর্চা চলছে ইন্ডাস্ট্রিতে। শোনা যাচ্ছে, এই সিনেমার হাত ধরেই নাকি পরিচালক দেবের কারিশমা দেখবে টলিউড।

Raghu Dakat

অবশ্য পরিচালনা খাতে দেবের অভিজ্ঞতা কিছু কম নেই। টলিউডের সর্বকালের সেরা হিট সিনেমা খাদানের পরিচালক সুজিত রিনো দত্ত ছিলেন ঠিকই, কিন্তু দেব ছিলেন এই সিনেমার ক্রিয়েটিভ ডিরেক্টর। অতএব পরিচালক হিসেবে ভবিষ্যতেও তিনি যে ভালই ফিডব্যাক পাবেন তাতে সন্দেহ নেই। নিজের পরিচালনায় দেবের সিনেমার থেকে তাই দর্শকদের প্রত্যাশা বেড়ে গেল আরও কয়েকগুণ। যদিও এই ব্যাপারে নিশ্চিতভাবে এখনও কিছু জানাননি দেব।

আরও পড়ুন : সেলফি তুলতে গিয়ে দেবের সঙ্গে অভিনয়ের সুযোগ! ‘খাদান’ সিনেমার এই অভিনেত্রী আসলে কে?

KHADAAN

আরও পড়ুন : কত টাকার মালিক সুপারস্টার দেব?! ঘুরে দেখুন দেবের বাড়ির অন্দরমহল

খাদানের পরিচালক সুজিত এ সম্পর্কে বলেছেন খাদান সিনেমা তৈরীর একেবারে শুরু থেকে দেব ওতপ্রতভাবে এই সিনেমার সঙ্গে জড়িয়েছিলেন। পরিচালকের কাঁধে কাঁধ মিলিয়ে তিনি কাজ করেছেন। সব সময় পাশে ছিলেন সুজিতের। কিন্তু তিনি অকারণে কোনও ব্যাপারে নাক গলান না। এটাই দেবের মধ্যে মস্ত বড় গুণ বললেন সুজিত। যদি আগামী দিনে দেব নিজের পরিচালনায় ছবি বানান তাহলে সেটাও হবে মাস্টারপিস। বিশ্বাস দেব ভক্তদের।