নিজের রেকর্ড নিজেই ভাঙলেন দেব (Dev)। দেবের খাদান (Khadaan) প্রজাপতির ব্যবসাকেও টপকে গেল মাত্র ১৭ দিনে। বক্স অফিসে দুর্দান্ত সাফল্যের সঙ্গে এগোচ্ছে খাদান। নিজের সিনেমার রেকর্ড নিজেই ভাঙছেন দেব। তবে এখানেই শেষ নয়। নতুন বছরে আরও নতুন নতুন চমক নিয়ে আসছেন তিনি।
মাত্র ১৭ দিনেই প্রজাপতির লাইফ টাইম কালেকশনকে ছাপিয়ে গেল খাদান। সেই সঙ্গে টলিউডের চতুর্থ সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে উঠে এল খাদানের নাম। প্রথমে রয়েছে দেবেরই সিনেমা অ্যামাজন অভিযান, মোট আয় ৪৮ কোটি ৬৩ লক্ষ টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে দেবের চাঁদের পাহাড়, মোট আয় ২২ কোটি ৫০ লক্ষ টাকা। তৃতীয় স্থানে রয়েছে শিবপ্রসাদ-নন্দিতার বহুরূপী, মোট আয় ২০ কোটি কোটি ২৫ লক্ষ টাকা।
তৃতীয় সপ্তাহের গোড়াতেই খাদান ১৩ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। খুব শীঘ্রই হয়ত বহুরূপীর আয় ছাপিয়ে তৃতীয় স্থানে পৌঁছে যাবে দেবের খাদান। এই সিনেমার পর আসবে দেবে রঘু ডাকাত। সেই সঙ্গে খাদান ২ আসার ঘোষণাও হয়েছে খাদান পার্ট ওয়ানের শেষে। আবার এই বছরই মুক্তি পাবে দেবের প্রজাপতি ২।
আরও পড়ুন : ফিরিয়েছেন খাদান সিনেমার প্রস্তাব, দেবের সঙ্গে কেন কাজ করতে চাননি বনি সেনগুপ্ত?
আরও পড়ুন : ২০২৪ সালের সেরা ১০ টি বাংলা সিনেমা, যেগুলো দর্শকদের বিচারে সেরা
আপাতত ২০২৫ সালে মুক্তি পাবে দেবের বহুদিনের ড্রিম প্রজেক্ট রঘু ডাকাত। এই বছরের পুজোতে মুক্তি পাবে বাংলার সেই কিংবদন্তি রঘু ডাকাতকে নিয়ে সিনেমা। অভিজিৎ সেন, অতনু রায়চৌধুরী এবং দেবের প্রজাপতি ২ -ও আসছে এই বছরই। প্রথমে এই সিনেমার নাম ভাবা হয়েছিল প্রতীক্ষা। কিন্তু পরে নাম বদলে প্রজাপতি ২ রাখা হয়েছে।