টলিউডের সুপারস্টার তিনি! এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে তার জনপ্রিয়তা সবথেকে বেশি। তাই তার উপার্জনও কিছু কম নয়। দেব তার উপার্জন থেকে কলকাতা শহরের বুকে একটা আস্ত রাজপ্রাসাদ বানিয়ে ফেলেছেন। কলকাতায় বাইপাসের ধারে আরবানা কমপ্লেক্সের সবথেকে দামি কমপ্লেক্সটি তারই। এখানেই তিনি তার বাবা-মাকে নিয়ে থাকেন। সঙ্গে থাকেন তার বান্ধবী রুক্মিণী মৈত্র। এছাড়াও সাউথ সিটিতে তার আরেকটি ফ্ল্যাট রয়েছে। যেখানে তিনি আগে থাকতেন। তবে দেবের আরবানার কমপ্লেক্সের মত এত বিলাসবহুল নয় সেটি।
ঘুরে দেখুন দেবের বাড়ির অন্দরমহল
দেবের ড্রইং রুম দিয়ে শুরু করা যাক। ড্রয়িং রুমে একটা দোলনা রয়েছে যেটা তার মায়ের খুব পছন্দ। এখানেই একটি দেওয়ালে দেবের পাওয়া সব পুরস্কার থরে থরে সাজানো রয়েছে। আর এই ড্রয়িং রুমে রয়েছে একটা মস্ত বড় জানলা। যেই জানলার অপর প্রান্তে কলকাতা শহরকে দেখা যায়। অফ হোয়াইট রং এর মেঝে এবং সাদা রঙের দেওয়াল তার ড্রয়িং রুমকে আরও সুন্দর করে তুলেছে।এছাড়াও তার বেডরুমটা খুবই সুন্দর করে সাজানো। তবে শুধু বাবা-মা আর বান্ধবী নন, দেবের বাড়িতে দুটি সারমেয়ও রয়েছে।
আরও পড়ুন : “এটা বাংলা ইন্ডাস্ট্রির দুর্ভাগ্য!”, বলিউডে পা রাখতেই টলিউড নিয়ে হতাশ জিৎ
দেবের বাড়ির ভেতরেই রয়েছে জিমের ব্যবস্থা। এখান থেকে নানা ছবি তিনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। এছাড়াও এই বহুতল আবাসনে ছাদে একটি সুইমিং পুল রয়েছে। এখান থেকে বাবা-মা এবং পোষ্যের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিলেন দেব। রয়েছে থিয়েটার রুম। যেখানে বসে এসব পরিবারে মুভি দেখা হয়। আর দেবের মার্বেল বাঁধানো বাথরুমে রয়েছে বিরাট বড় এক জ্যাকুজি। মোটকথা দেবের বাড়ির অন্দরমহল যেন এক রাজপ্রাসাদ।