“বাঘাযতীন বেঁচে থাকলে, গান্ধীজির জন্ম হত না!”, দেবের মন্তব্যে তোলপাড় নেটপাড়া

প্রতিবছর বড়দিনে অর্থাৎ ২৫ ডিসেম্বরে নিজের জন্মদিন উপলক্ষে আমাদের একটি করে সিনেমা উপহার দেন অভিনেতা দেব। তবে এবার বড়দিন নয় বরং পুজোতেই দেবের উপহার দেওয়া একটি দুর্দান্ত সিনেমা দেখতে চলেছি আমরা। টনিক, প্রজাপতির পর এবার আসতে চলেছে ‘বাঘা যতীন’ (Bagha Jatin)। যদিও এর মাঝে ব্যোমকেশ মুক্তি পেয়েছিল, কিন্তু সেটি বক্স অফিসে তেমনভাবে সাফল্য পায়নি। এবার নিজের আগত এই সিনেমাটি নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন দেব (Dev)।

বাঘাযতীন নামটি শুনলেই বাঙালির চোখে ভেসে ওঠে বুড়িবালামের যুদ্ধ। এই স্বাধীনতা সংগ্রামীকে আমরা ইতিহাসের পাতায় হয়তো পড়েছি বহুবার কিন্তু এবার বাঘা যতীনের জীবনের নানান অজানা কাহিনী আমরা দেখব সিনেমার পর্দায়। অরুণ রায় পরিচালিত এই সিনেমাটি নিয়ে আপাতত ভীষণ ব্যস্ত দেব। কিছুদিন আগেই মুম্বাইতে গিয়েছিলেন ছবির প্রচারে।

BAGHA JATIN

সংবাদমাধ্যমকে সিনেমাটির গল্প নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, সিনেমায় মোট ৯২ টি চরিত্র আছে। দেশের স্বাধীনতায় এই প্রত্যেকটি চরিত্রের অবদান কখনোই ভোলার নয়। বাঘাযতীনের নাম হয়তো বহুবার ইতিহাসের পাতায় আপনি পড়েছেন, কিন্তু বাকি ৯২জনের নাম কেউ কোনদিন শোনেইনি। আসলে স্বাধীনতা সংগ্রামী বলতে আমরা গুটি কয়েক মানুষকেই মনে রেখেছি কিন্তু আমাদের ভারতবর্ষে স্বাধীনতার পেছনে যে লক্ষ লক্ষ মানুষের অবদান রয়েছে তাদের কথা আমরা কেউ জানি না।

দেব আরো বলেন, বাঘাযতীন চরিত্রটি করছি বলে অন্য কাউকে ছোট করছি এমন কিন্তু নয়। তবে বাঘাযতীন যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো গান্ধীজীর জন্ম হতো না। বুড়িবালামে যদি একবার জাহাজ পৌঁছে যেত তাহলে ভারতবর্ষের স্বাধীনতা আসতে সময় লাগত মাত্র ২ বছর। ১৯১৭ সালের মধ্যেই ভারত স্বাধীন হয়ে যেত কিন্তু তা হয়নি। প্রত্যেক বাঙালি কেন, আমি মনে করি প্রত্যেক দেশবাসীর এই মানুষটিকে জানা উচিত।

BAGHA JATIN

দেবের কথায়, এটা আমাদের কাছে শুধু সিনেমা নয়। প্রায় আড়াই বছর ধরে এই চরিত্রের মধ্যে নিজেকে খুঁজেছি বার বার। শুধু আমি নয় গোটা টিম এই সিনেমার মধ্যেই বেঁচে ছিল এতদিন। আমি চাই বাঘাযতীন নিয়ে গর্ব করুক বাঙালি। আমি চাই দেশের বাইরে একটা সিনেমা হলেও অন্তত এই সিনেমাটি মুক্তি পাক, যাতে এই মানুষটিকে সারা বিশ্বব্যাপী মানুষ চিনতে পারে।

আরও পড়ুন : দেবের বাঘাযতীন সিনেমার নায়িকা আসলে কে? রইল টলিউডের নতুন নায়িকার পরিচয়

BAGHA JATIN

আরও পড়ুন : দেবের স্ত্রী রূপে অপরূপা মিঠাই! সৌমিতৃষার ‘প্রধান’ ছবির লুক দেখলে চোখ সরবে না

প্রসঙ্গত, এবারের পূজোয় শুধু বাঘাযতীন নয়, বাঘাযতীনের সঙ্গে আসতে চলেছে দশম অবতার, রক্তবীজ ও মিতিন মাসী। বক্স অফিসে হয়তো এরা একে অপরের সঙ্গে করা টক্কর দেবে কিন্তু বাঙালিরা এবার পুজোয় ৪টি দারুন দারুন সিনেমা দেখতে পাবে এর থেকে বেশি আর কি চাই।