মেয়ের কী নাম রাখলেন দীপিকা-রণবীর? শুনেই চটলেন নেট নাগরিকরা

মেয়ের কী নাম রাখলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং রণবীর সিং (Ranveer Singh)? মেয়ের জন্মের প্রায় ২ মাসের মাথায় অবশেষে সন্তানের নাম ফাঁস করলেন এই তারকা দম্পতি। দীপাবলিতে মেয়ের ঝলকও দেখিয়েছেন রণদীপ। জানিয়েছেন সন্তানের নাম। তবে রণদীপের সন্তানের নাম জেনে বেশ চটেছেন নেট নাগরিকরা। কেন জানেন? মেয়ের এমন কী নাম রাখলেন এই তারকা দম্পতি যে ভক্তরা শুনে খুশি হওয়ার বদলে উল্টে চটেই গেলেন?

গত ৮ই সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা পাড়ুকোন। তবে মেয়ের নাম লুকিয়েই রেখেছিলেন তারা। দীপাবলিতে সব রাখঢাক সরিয়ে শেয়ার করলেন মেয়ের প্রথম ঝলক। দীপিকার কোলে ছোট্ট মেয়ে, যার ছোট্ট ছোট্ট দুটি পা দেখা যাচ্ছে। মা মেয়ে দুজনেই লাল রংয়ের সালোয়ার পরেছেন। সেই ছবি শেয়ার করে দীপিকা লিখলেন মেয়ের নাম, দুয়া পাড়ুকোন সিং।

Deepika Padukone And Ranveer Singh

মেয়ের নাম দুয়া রাখার পেছনে কারণটাও জানিয়েছেন দীপিকা। দুয়া শব্দের অর্থ প্রার্থনা। রণবীর এবং দীপিকার সব প্রার্থনার উত্তর দুয়ার মাধ্যমে দিয়েছেন ঈশ্বর। মেয়েকে পেয়ে ভালোবাসা এবং কৃতজ্ঞতার পরিপূর্ণ এখন এই তারকা দম্পতির হৃদয়। যদিও রণদীপের মেয়ের নাম শুনে মোটেও খুশি নন সোশ্যাল মিডিয়ার একাংশ। কারণ দুয়া কথাটি আরবি শব্দ। হিন্দু হয়ে রণবীর এবং দীপিকা কেন আরবি শব্দ থেকে মেয়ের নাম বেছে নিলেন সেই নিয়ে উঠছে প্রশ্ন।

সোশ্যাল মিডিয়ার একাংশ লিখছেন মেয়ের নাম যদি রাখতেই হত তাহলে প্রার্থনাও তো রাখা যেত। তবে বিতর্ক যতই হোক না কেন রণদীপ কিন্তু এই নিয়ে কোনও উত্তরই দেননি। আপাতত মেয়েকে নিয়ে প্রথম দীপাবলি উদযাপনে ব্যস্ত তারা। শুক্রবার গণেশ চতুর্থীর দিন মহারাষ্ট্রে মহা ধুমধাম করে গণপতি বাপ্পার পুজো হয়।। এদিন রণবীর এবং দীপিকাকে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে যেতে দেখা যায়।

আরও পড়ুন : এই কারণে রাজেশ খান্নার সঙ্গে কাজ বন্ধ করে দেন শর্মিলা ঠাকুর! জানলে চমকে যাবেন

আরও পড়ুন : রূপে মায়েদের টেক্কা দেবেন! বলিউড সেরা এই অভিনেত্রীদের মেয়েরা হন সুপারফ্লপ

পুজোর জন্য সাদা রংয়ের কুর্তা পরেছিলেন রণবীর। আর দীপিকার পরনে ছিল সবুজ রঙের শাড়ি। তারকা দম্পতিকে দেখামাত্র উপচে পড়ে ভক্তদের ভিড়। মেয়ের নাম এবং ঝলক প্রকাশ্যে আনলেও এখনই মেয়ের মুখ দেখাবেন না এই তারকা দম্পতি। রণবীর এবং দীপিকার মেয়েকে কেমন দেখতে হয়েছে তা জানতে হলে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা মাস।