৩ বছর পর সিরিয়ালে ফিরছেন জি বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী

বহু বছর পর আবার সিরিয়ালে ফিরবেন জনপ্রিয় অভিনেত্রী। প্রায় তিন বছর পর আবার সুখবর শোনালেন জি বাংলার এই দাপুটে খলনায়িকা। শেষবার যমুনায় ঢাকি সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি। এবার তাকে দেখা যাবে জি বাংলারই একটি নতুন সিরিয়ালে। তিনি দেবযানী চট্টোপাধ্যায়। দীর্ঘ সময় পর তিনি এবার নতুন সিরিয়ালের হাত ধরে প্রবেশ করতে চলেছেন জি বাংলায়।

কোন সিরিয়ালে অভিনয় করবেন দেবযানী চট্টোপাধ্যায়?

জি বাংলাতে সদ্য শুরু হয়েছে চিরদিনই তুমি যে আমার। এই সিরিয়ালের হাত ধরে বহু বছর পর টেলিভিশনের পর্দায় একের পর এক অভিনেতা এবং অভিনেত্রীরা। দিতিপ্রিয়া রায় এবং জিতু কমল তো ফিরেইছেন। এবার এই সিরিয়ালের হাত ধরে সিরিয়ালে ফিরবেন দেবযানীও। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে। এখানে তিনি আর্য সিংহ রায় ওরফে জিতু কমলের মায়ের ভূমিকায় অভিনয় করবেন। তবে এখানে তার চরিত্রটি পজিটিভ হবে নাকি নেগেটিভ, সেটা এখনো স্পষ্ট নয়।

আরও পড়ুন : চূড়ান্ত নোংরামি চলছে! অবিলম্বে জি বাংলার সিরিয়াল বন্ধ করার দাবি তুললেন দর্শকরা

Debjani Chattopadhyay

আরও পড়ুন : নায়কই ভিলেন! অপর্ণা আর্যর কে হয়? প্রকাশ্যে গল্পের আসল টুইস্ট

দেবযানী চট্টোপাধ্যায় দীর্ঘ বেশ কয়েক বছর ধরে বিভিন্ন সিরিয়ালে কখনও নেগেটিভ, কখনও পজিটিভ চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন। এবার তাকে বাংলা সিরিয়ালে আবার নতুনভাবে নতুন রূপে পাওয়া যাবে। সিরিয়ালের টিআরপিও বাড়বে দেবযানীর মত বলিষ্ঠ অভিনেত্রী প্রবেশ করলে।