হুড়মুড়িয়ে বাড়বে টিআরপি! ‘চিরদিনই তুমি যে আমার’তে আসছেন খুবই জনপ্রিয় এই অভিনেত্রী

জি বাংলা নতুন সিরিয়াল চিরদিনই তুমি যে আমার। জিতু কমল এবং দিতিপ্রিয়া রায়, অসমবয়সী এক প্রেমের গল্প দর্শকরা বেশ ভালই উপভোগ করছেন। সিরিয়ালের গল্পে রয়েছে অনেক টুইস্ট। বেশ জমজমাটি এই গল্পে এবার নতুন রং লাগাতে সিরিয়ালে প্রবেশ করছেন দেবযানী চট্টোপাধ্যায়। বাংলা সিরিয়ালের জনপ্রিয় এই অভিনেত্রী আসছেন গল্পে নতুন টুইস্ট নিয়ে।

Chirodini Tumi Je Amar

গত দশই মার্চ থেকে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের সম্প্রচার শুরু হয়েছে। দেখতে দেখতে এক সপ্তাহ পার করে ফেলেছে এই সিরিয়াল। দ্বিতীয় সপ্তাহ চলছে সাফল্যের সঙ্গে। জিতু এবং দিতিপ্রিয়া ছাড়াও অন্যান্য চরিত্র খুবই জনপ্রিয় অভিনেতারা রয়েছেন। রয়েছেন তন্নী লাহা রায়ও। এবার জিতুর মায়ের ভূমিকা অভিনয় করার জন্য দেবযানী পা রাখবেন এই সিরিয়ালে। তবে তার চরিত্রটি ইতিবাচক হবে নাকি নেতিবাচক সেটা বোঝা যাচ্ছে না।

আরও পড়ুন : কোথায় হারিয়ে গেলেন জি বাংলার মা লক্ষ্মী? কেন ছেড়ে দিলেন অভিনয়?

Debjani Chatterjee

আরও পড়ুন : ‘নোংরা চরিত্র’ ফাঁস করে দেবেন! ‘কথা’ সুস্মিতাকে হুমকি দিলেন প্রেমিক

দেবযানী এর আগেও বিভিন্ন সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্র পেয়েছেন। বেশকিছু সিরিয়ালে তিনি খলনায়িকার ভূমিকায় অভিনয় করেছেন। যমুনা ঢাকি, সর্বজয়া, জড়োয়ার ঝুমকো ইত্যাদি সিরিয়ালে তাকে খল চরিত্রে দেখেছেন দর্শকরা। নতুন এই সিরিয়ালে তিনি জিতু ও দিতিপ্রিয়ার প্রেমের সহায় হবেন? নাকি তাদের পথে বাঁধা হয়ে দাঁড়াবেন? সেটাই এখন দেখার।