খোলামেলা পোশাকে উপচে পড়ছে যৌবন! দেবচন্দ্রিমার ছবি দেখে ছিঃ ছিঃ করছে নেটপাড়া

খোলামেলা পোশাকে উপচে পড়ছে যৌবন! পোশাকের ফাঁক দিয়ে উন্মুক্ত গোপনাঙ্গ! বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়ের (Debchandrima Singha Roy) এমন চেহারা দেখে কার্যত সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে চরম সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন তার রুচি নিয়ে। অবশ্য ট্রোলারদের যোগ্য জবাবও দিয়েছেন অভিনেত্রী।

সাঁঝের বাতি, সাহেবের চিঠি খ্যাত দেবচন্দ্রিমা বর্তমানে রয়েছেন মুম্বাইতে। সুহাগন চুড়েল নামের একটি হিন্দি সিরিয়ালে নায়িকার ভূমিকাতে অভিনয় করছেন তিনি। সম্প্রতি ক্রিসমাস উপলক্ষে দুবাইতে ঘুরতে যান দেবচন্দ্রিমা। বুর্জ খলিফার সামনে সাদা ও সবুজ রঙের একটি মনোকিনি পরে স্টাইল করে হেঁটে তাকে সুইমিং পুলের জলে ঝাঁপ দিতে দেখা গেল।

Debchandrima Singha Roy

এদিন দেবচন্দ্রিমা যে পোশাক পরেছিলেন তাতে তার শরীরের বেশিরভাগ অংশ উন্মুক্ত ছিল। তাই সোশ্যাল মিডিয়াতে তাকে সমালোচনা করতে শুরু করেন নেট নাগরিকরা। কেউ লিখছেন, “লজ্জা করে না এমন পোশাক পরতে।” কেউ লিখছেন, “ইদানিং সত্যিই আব্রু থাকছে না।”

আরও পড়ুন : স্ত্রীকে নিয়ে টিভির পর্দায় রাজুদা! দেখুন কত সুন্দরী ভাইরাল রাজুদার স্ত্রী

Debchandrima Singha Roy

আরও পড়ুন : সোনা-রুপার জীবনে নতুন নায়ক! অনুরাগের ছোঁয়াতে আসছেন এই জনপ্রিয় অভিনেতা

এসব কটাক্ষ দেখে অবশ্য চুপ থাকেননি নায়িকা। তার পাল্টা জবাব, “আমার রুচি সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে।” তবে তার কাজ দেখে যেমন সকলে প্রশংসা করেন, তেমন কোনও কিছু খারাপ লাগলে সেটা বলারও অধিকার সবার আছে, বলেছেন দেবচন্দ্রিমা। তাই কারও নেতিবাচক মন্তব্য, কিংবা কটাক্ষ তিনি গায়ে মাখেননি। আপাতত তিনি হিন্দি সিরিয়ালের বেল্টে খুব ভাল করে মন দিয়ে কাজ করতে চান। ভবিষ্যতে বাংলা সিরিয়ালে ফিরবেন কি আবার? বলবে সময়।