সিরিয়াল থেকে সিনেমায় চান্স! সুপারস্টারের নায়িকা হতে চলেছেন দেবচন্দ্রিমা সিংহ রায়

বিগত বেশ কিছুদিন ধরেই চর্চায় রয়েছেন দেবচন্দ্রিমা সিংহ রায়। প্রাক্তন প্রেমিক সায়ন্ত মোদকের সঙ্গে খুল্লামখুল্লা সোশ্যাল মিডিয়ার যুদ্ধে মেতেছেন অভিনেত্রী। সায়ন্তর অত্যাচার, প্রতারণা সব ফাঁস করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তবে এবার আবার নতুন করে খবরে এলেন অভিনেত্রী। না এবার আর ব্যক্তিগত জীবনের সমস্যা নিয়ে নয়। দেবচন্দ্রিমা সিংহ রায় নিয়ে এলে নতুন এক সুখবর। খুব শীঘ্রই বাংলা সিনেমায় দেখা যাবে তাকে। জনপ্রিয় তারকাদের সঙ্গে অভিনয় করবেন তিনি।

দেব চন্দ্রিমার হাতে এখন একটার পর একটা কাজের সুযোগ রয়েছে। স্টার জলসার সাঁঝের বাতি, সাহেবের চিঠি সিরিয়ালের নায়িকা বর্তমানে হিন্দি সিরিয়ালে কাজ করছেন। কালার্সের সুহাগন চুড়েল সিরিয়ালে অভিনয় করছেন তিনি। অতি সম্প্রতি তিনি কলকাতায় ফিরে এসেছেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি টলিউডে নতুন কাজ শুরু করে দিলেন অভিনেত্রী। অবশ্য এই প্রথম নয়। এর আগে জিতের সঙ্গে বুমেরাং সিনেমা দিয়ে তার অভিষেক হয়েছে টলিউডে। যেখানে তার নায়ক ছিলেন সৌরভ দাস।

 Debchandrima Singha Roy

জিতের বুমেরাংয়ের পর দেবের কিসমিস ছবিতেও ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলেন দেব চন্দ্রিমা। এবার টলিউড থেকে তিনি তার তৃতীয় সিনেমার প্রস্তাব পেয়ে গেলেন। আগামী ২৩ শে মার্চ থেকে দেবচন্দ্রিমার নতুন সিরিয়ালের শুটিং শুরু হবে। উত্তরবঙ্গ এবং কলকাতার বিভিন্ন জায়গা জুড়ে চলবে শুটিং। ছবির নাম কিংবা পরিচালকের নাম জানা যায়নি এখনও। তবে এই সিনেমাতে দেব চন্দ্রিমার সঙ্গে টলিউডের জনপ্রিয় তারকারা থাকবেন।

আরও পড়ুন : সায়ন্ত মোদকের বিতর্কে বিস্ফোরক প্রত্যুষাও! ফাঁস করলেন সম্পর্কের গোপন কথা

 Debchandrima Singha Roy

আরও পড়ুন : খোলামেলা পোশাকে উপচে পড়ছে যৌবন! দেবচন্দ্রিমার ছবি দেখে ছিঃ ছিঃ করছে নেটপাড়া

দেবচন্দ্রিমা বর্তমানে শুধু বাংলা নয় প্যান ইন্ডিয়া জুড়ে কাজ করছেন। বাংলা সিরিয়াল দিয়ে শুরু হয়েছিল তার যাত্রা। তারপর তিনি বাংলা ওয়েব সিরিজে কাজ শুরু করেন। এরপর পাড়ি দেন মুম্বাইতে। মুম্বাই থেকে ফিরেই আবার টলিউডে প্রবেশ করেন অভিনেত্রী। আপাতত সব বিতর্ক থেকে সরে একটার পর একটা ভালো কাজ করতে চান দেবচন্দ্রিমা।