সিরিয়াল থেকে টলিউডে পা! এই তারকা অভিনেত্রীর সঙ্গে সিনেমা করবেন দেবচন্দ্রিমা

বাংলা সিনেমা থেকে সোজা সিনেমাতে চান্স পেয়েছেন টেলিভিশনের বহু তারকা। কেউ কেউ তো সিরিয়াল করতে করতে ছুটেছেন মুম্বাইতে। হিন্দি সিরিয়াল ইন্ডাস্ট্রিতেও এখন বেশ জাঁকিয়ে বসছেন বাংলার অভিনেতা এবং অভিনেত্রীরা। অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়ও তেমনি একজন নায়িকা। এবার দেবচন্দ্রিমার জীবনের এক নতুন যাত্রা শুরু হচ্ছে। এবার তাকে দেখা যাবে বাংলা সিনেমায়, তাও আবার এক তারকা অভিনেত্রীর সঙ্গে।

স্টার জলসার সাঁঝের বাতি সিরিয়াল দিয়ে দেবচন্দ্রিমার অভিনয় জীবনের শুরু হয়। তারপর কিছুদিনের ব্রেক নিয়ে তিনি সাহেবের চিঠি সিরিয়ালে কাজ করেন। টিআরপির অভাবে সেই সিরিয়াল খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। এরপর দেবচন্দ্রিমা বাংলা ছেড়ে মুম্বাইতে পাড়ি দেন। বর্তমানে তিনি সুহাগন চুড়েল নামের একটি সুপারন্যাচারাল ধারাবাহিকে অভিনয় করছেন। এই ধারাবাহিকের সম্প্রচার হয় কালার্স টিভিতে।

Debchandrima Singha Roy

তবে এর মাঝে অবশ্য টলিউডে ডেবিউ সেরেও ফেলেছেন দেবচন্দ্রিমা। জিতের বুমেরাং সিনেমাতে অভিনয় করেছেন তিনি। আবার দেবের সঙ্গে কিসমিস সিনেমাতেও একটি চরিত্রে তিনি অভিনয় করেছেন। এবার তার সামনে আবার সিনেমাতে অভিনয়ের সুযোগ এল। ডিরেক্টর পাভেল ঘোষের নতুন সিনেমাতে অভিনয় করবেন দেবচন্দ্রিমা। এই সিনেমাতে তার সঙ্গে থাকছেন অপরাজিতা আঢ্যও।

আরও পড়ুন : সায়ন্ত মোদকের বিতর্কে বিস্ফোরক প্রত্যুষাও! ফাঁস করলেন সম্পর্কের গোপন কথা

APARAJITA AUDDY

আরও পড়ুন : একাধিক প্রেম থেকে পরকীয়া! টলিউডের এই ৫ তারকার কেচ্ছা শুনলে কানে আঙুল দেবেন

দেবচন্দ্রিমা এবং অপরাজিতা আঢ্যকে ভেবে একটি গল্প লিখেছেন পাভেল। এই গল্পকে সিনেমার আকারে রূপ দেবেন তিনি। এখনও এই সিনেমার নাম ঠিক হয়নি। তবে আগামী মাস থেকেই শুটিং শুরু হয়ে যাবে। এখানে পরিচালক পীযূষ সাহার ছেলে প্রিন্স একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন।